আমাদের কথা খুঁজে নিন

   

শরীর

সাধারন চিন্তা-ভাবনার একজন আদম। ঈশ্বরের আলখেল্লা ছিঁড়ে দ্যাখতে চাইছি ক্যামন তোমার শরীর আমাদেরই মতো কী-না সব যেখানে যা যা থাকার কথা হাত দিয়ে নেড়েচেড়ে দেখছি পা,উরু, হাত, মাথা, চোখ অন্ধ যেভাবে স্পর্শে আনে দৃষ্টি সেভাবে আমারও হাত চলছে তোমার নরোম মাংসে ভরা সারা শরীরের রোমকূপ ছুঁয়ে-ছুঁয়ে অজানা হল্কার গলি-ঘুপচিতে। বিস্ময় নিয়ে দশদিকে দাঁড়ানোর আগেই ঈশ্বরের পেয়াদারা আমাকে ঘিরে ফেললো জখম করলো যত্রতত্র, জিভে দিলো বিষ......... অবোধ দরোজায় চলে যাওয়ার ফাঁকে কেবল জেনে গেলামঃ ঈশ্বরের বুক ধুকপুক করে না তার সে জায়গাটা খালি হয়ে আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।