আমাদের কথা খুঁজে নিন

   

টেলিভিশনে খবরের নামে মন্ত্রী-এমপি'র বায়বীয়বাচন



২০১৪ সালের মধে লোড শেডিং সমস্যা দূর করবে সরকার, ২০১১ সালের মধ্যে সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে, ২০২১ সালের মধ্যে নিরক্ষরতা মূক্ত করা হবে, ২০২১ সাল এর মধ্যে সমগ্র দেশবাসীকে নিরক্ষরতা মুক্ত করা হবে..............প্রতিদিন এসব শুনতে শুনতে প্রায় ধর্য্যহীন পড়েছেরে ভাই। এসব ঘোষণা যে কতটা আসার এবং বুলি সর্বস্ব তার দু একটি নমুনা দিচ্ছি ........ বিদ্যুৎ সংসক নিরসন করা হবে ২০১৪ সাল এর মধ্যে অথচ এখণ পর্যন্ত হিসাব মাত্র ১৫% মানুষ বিদু্তের আওতাভুক্ত। যে হাবে শিল্পায়ন এবং জনসংখ্যা বাড়ছে তাতে ২০১৪ সালে কত চাহিদা হবে তার হিসাব ছাড়াই এধরণের ঘোষণা হয়নি কত বসকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেলিভিশন চ্যানেলগুলোতে বাঘা শিরোনাম শুনতে খুব কষ্ট হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.