আমাদের কথা খুঁজে নিন

   

টেলিভিশনে যা দেখি

এই ব্লগের সব লেখা কপিরাইট সংরক্ষিত

রিকশাওয়ালাদের কি আলাদা কোন গান হয়? গায়ক বা শিল্পীর পরিচয় তার গান কিংবা অভিনয়ে। যখন সুবীর নন্দী গান করেন আমরা কি কখনো বলি যে এটা অফিসারের গান? তিনি তো একজন উচ্চপদস্থ কর্মকর্তা। রিকশাওয়ালাদের জন্য কি সেরাকন্ঠ বা ক্লোজ আপ ওয়ান এ অংশ নেয়া নিষেধ? তাহলে কেন রিকশাওয়ালাদের জন্য আলাদা করে গানের প্রতিযোগিতা? এর মাধ্যমে শ্রেনীকরন হলো, নিরবে বুঝিয়ে দেয়া হলো যে আমাদের আর তাদের মধ্যে তফাত আছে। এবার বুয়াদের গান, ঠেলাগাড়ী চালকের গান, টোকাইদের গান। সেটা আবার হবে না, কারন ম্যাজিক বিক্রি হবে রিকশাওয়ালাদের কাছে, এটাই ম্যাজিক টুথ পাউডারের টার্গেট।

কি মজা! এবার টুথপেষ্ট আর টুথপাউডারের শ্রেনী বিভাজন। পেষ্ট আমাদের মতো বড়লোকদের আর টুথপাউডার গরীব রিকশাওয়ালাদের। শুধু তাই নয়। ঈদের দিন তেমনি এক রিকশাওয়ালার রিকশায় করে অনুষ্ঠানের বিচারক ঘুরতে বের হয়েছেন এমন এক অনুষ্ঠান দেখলাম। নির্মম রসিকতা।

ঈদের দিনও বিচারককে নিয়ে রিকশা চালাতে হচ্ছে সেরা গায়ককে? দোলা দোলা .. বলে এক মোবাইল কোম্পানী তাদের মিউজিক ডাউনলোডের বিজ্ঞাপন দেয়। প্রথমত তারা কোন গানের জন্য কপিরাইট ল মানে না এবং রয়্যালটি দেয় না। আর বিজ্ঞাপনটির শেষে একটি শিশুকে মোবাইল হাতে কানে ইয়ারফোন লাগিয়ে নাচতে দেখানো হয়। শিশুদের হাতে কি মোবাইল ফোন দেয়া নিরাপদ? এটা কি আইনসম্মত? এরা ৬৯ পয়সা মিনিটে সারারাত প্রেম নিবেদন করার জন্য উৎসাহ দিয়ে বিজ্ঞাপন বানিয়েছে। বলেছে যে সব কথা তাড়াতাড়ি বললে চলে না (প্রেমের কথা) সেসব মোবাইলে বলতে.. টেলিফোনের কলরেট কমলে কেবল..একটি কাজ।

মেয়েদেরকে উত্যক্ত করা.. এমন উৎসাহ দেয়া হলো না কি? ক্ষুদে গানরাজে শিশুরা বড়দের সিনেমার প্রেমে গদগদ গান গাইছে। বিচারক বলছেন.. "তোমার গলায় বাচ্চা বাচ্চা ভাব রয়ে গেছে। এটা ঠিক না" বাচ্চাদের গলায় কি বুড়োদের ভাব আসবে? ক্ষুদে গানরাজ কি পাকনা শিশুদের পাকামো শেখানোর জন্য? শিশুদের উপযোগী গান কি নেই? একুশে টিভিতে একটি নাচের অনুষ্ঠান হয় যেখানে হিন্দি ছবির অনুকরনে গানের সাথে প্রায় অশ্লীল অংগ ভঙ্গীতে নাচে ছোট ছোট ছেলেমেয়েরা । গানের কথা বেদের মেয়ে জোসনা, রুপবানে নাচে কোমর দুলাইয়া...ইত্যাদি... আমাদের কি কোন শিশুদের উপযোগী নাচ নেই? অথচ আমরা দেখেছি আইলো দেওয়া নিশালে গানের সাথে কি সুন্দর নাচ নেচেছে....আজকের অপি করিম। শাওন নেচেছে ...নাচোতো দেখি আমার পুতুল সোনা .. গানের সাথে।

তাতে কি অপি বড় হয়ে অপি করিম হয়নি? শাওন অভিনেত্রী হয়নি? তাহলে কিলিয়ে কাঁঠাল পাকানো বা জাক দিয়ে ফল পাকানোর মতো শিশুদের পাকানোর এই প্রচেষ্টা কেন? ম্যাক্সকোলা দিয়ে প্রেম জমানো.. যেন.. সকল পানীয়ের কাজ হলো প্রেম... আরসি খেলেও প্রেম, ইউরো খেলেও প্রেম.. পেপসি আর কোক সারা দুনিয়াতে খেলোয়াড়দের দিয়ে বিজ্ঞাপন করে আর এখানে এলেই ..প্রেম..। ভারতীয় প্রভাবে আমাদের বিজ্ঞাপনের এ করুন অবস্থা। ফেয়ার অ্যান্ড লাভলী মেখে ফর্সা.. = প্রেম ও বিবাহ। রেক্সোনা মেখে বগলের গন্ধ দুর = প্রেম, লাক্স মেখে সুন্দর = প্রেম, লিপটন খেয়ে তাজা = দাম্পত্য প্রেম ব্যতিক্রম আছে। মজার ব্যাপার হলো ব্যতিক্রমী বিজ্ঞাপনগুলির প্রায় সবই আমাদের দেশী নির্মাতাদের কাজ।

ভারতীয় ধামাধরা প্রতিষ্ঠানগুলির প্রধানতম কাজ হলো ভারতের বিজ্ঞাপন ডাব করে অথবা সরাসরি চালিয়ে দেয়া। আমি কারো বিপক্ষে নই। শুধু জানতে চাই শিশুদের জন্য কোন ভালো কাজে কারো কোন উৎসাহ নেই কেন? কেন সবার মনে এতো প্রেম ভাব উথলে উঠছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.