আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটকে আপন গতিতে চলতে দিন (পুণঃপ্রকাশ)

সবাইকে শুভেচ্ছা...

ক্রিকেট বাংলাদেশকে অভিনন্দন। এমন একটা জয় ক্রিকেটারদের মনোবল চাংগা করতে সহায়ক হবে নিশ্চয়। কিন্তূ আশাহত হব যদি এ বিজয়কে বাংলাদেশে গনবিজয় হিসাবে পালন করতে গিয়ে গোটা জাতি মাতলামু শুরু করে দেয়। নেতা-নেত্রীদের স্তূতি বানী এবং চারদিকে পুরস্কার ঘোষনার ফোয়ারায় ভাসিয়ে ক্রিকেটারদের কোথায় উঠানো হয় তার সাথে আমাদের পূর্ব পরিচয় আছে। একটা বাস্তবতা আমাদের উপলদ্বি করা উচিৎ, বাংলাদেশের ক্রিকেটাররা এখন প্রফেশনাল।

সরকার হতে কোটি টাকা আয়ের পাশাপাশি এরা বিভিন্ন আর্ন্তজাতিক টুর্নামেন্টে খেলে প্রচুর অর্থ আয় করে থাকে। আর্ন্তজাতিক লেভেলে আমাদের ক্রিকেটররা যে খেলা উপহার দিয়ে যাচ্ছে তা নিয়ে অনেক ব্যংগ এবং উপহাস নিয়মত আমাদের হজম করতে হয়। এসবের ফাক ফোকর গলে ২/১টা ভাল খেলা কোন মতেই মহাবিজয় হতে পারেনা। ক্রিকেটকে নিজস্ব গতিতে এগুতে দিলেই এর প্রতি সূবিচার করা হবে। অল্প বয়স্ক এসব খেলোয়ারদের রাতারাতি তারকা বানালে কি অবস্থা হয় আশরাফুল তার জ্বলন্ত প্রমান।

সাকিব আল হাসনকে নিয়ে মাতামাতি করলে তার পূনরাবৃত্তি হলে অবাক হবনা। আসুন জয়কে জয় হিসাবে নিয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে ক্ষান্ত হই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.