আমাদের কথা খুঁজে নিন

   

উৎসর্গ: হানিয়াম মারিয়া

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

প্রথম দিন ছিল কোরআন পরীক্ষা। প্রশ্নপত্র দেখেই মাথা ঘুরে গিয়েছিল।

তার ওপর তোমার অনাকাঙ্খিত অচরন এ বেশ বিরক্ত হয়েছিলাম। পরীক্ষা শেষে তুমি কেঁদে দিয়ে বলেছিলে তোমাকে একটু হেল্প করতে। অনেক সমস্যার মাঝে তুমি পরীক্ষা দিচ্ছ এবং সেটা আমাকে বলতে চেয়েছিলে কিন্তু রাগের চোটে শুনিনি। এভাবেই এক এক করে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। মাঝামধ্যে মন চাইলে তোমাকে হেল্প করেছি।

শেষ পরীক্ষার দিন শুনলাম তুমি কিভাবে পরীক্ষা গুলো দিয়েছ!!! বাসায় তোমার সৎ শাশুড়ী ও অনেক গুলো ননদ। সাহায্য ত দূরে কথা সহানুভূতিও পাওনি তাদের কাছ থেকে। টংগী থেকে মহাখালী আসতে পরীক্ষা দিতে। তুমি পাঁচ মাসের প্রেগনেন্ট শুনে আমি টাশকি খেয়ে গিয়াছিলাম। সত্যি বলাছি আগে যদি জানতাম তাহলে তোমাকে সাধ্য মত হেল্প করতাম।

কিন্তু ততদিনে সময় শেষ। এখন ও ভাবলেই হাত-পা হিম হয়ে আসে কিভাবে এটা সম্ভব!!!!!!!!! যেখানেই থাক অনেক ভাল থেক সুখে থেক। তোমার এবং তোমার অনাগত সন্তানের সুন্দর ভবিষ্যত কামনা করছি সবসময়। সত্যিই নিজেকে অনেক অপরাধীমনে হয়েছে। ভাল থেক সবসময়, অননেএএএকভাল।

জানি লেখাটা কোনোদিন ই তোমার চোখে পরবেন, তার পরও লিখলাম। পোষ্ট টা আমি যা কে উৎসর্গ করেছি আপনারা তার এবং তার অনাগত সন্তানের জন্য একটু শুভকামনা করবেন....প্লীজ.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।