আমাদের কথা খুঁজে নিন

   

পাশের হার ও জিপিএ হার কমেছে

Hope is immortal

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার উত্তীর্ণের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। এইচএসসিতে উত্তীর্ণের হার ৪ শতাংশেরও বেশি কমেছে। এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১ হাজার। তবে উত্তীর্ণের হার বেড়েছে আলিম পরীক্ষায়। এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

মাদ্রাসা, কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ড মিলিয়ে ১০ বোর্ডের পরীক্ষার ফল শনিবার একযোগে প্রকাশ হয়েছে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুপুর একটায় আনুষ্ঠানিক ভাবে ফল ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ফল পাওয়া যাচ্ছে। দুপুর দুইটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের নানা দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এবার এইচএসসিতে উত্তীর্ণের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। এই হার গত বছরের চেয়ে ৪ দশমিক ৪২ শতাংশ কম। এইচএসসিতে গতবছর উত্তীর্ণের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ। গত বছর এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ হাজার ১০৮। এবার তা ৮৮৬ জন কমে ১৮ হাজার ২২২ এ দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কারিগরি ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১০ শিক্ষা বোর্ডে এবার উত্তীর্ণের হার ৭২ দশমিক ৭৮ শতাংশ। গতবার তা ছিল ৭৬ দশমিক ১৯ শতাংশ। অর্থাৎ সবমিলিয়ে উত্তীর্ণের হার এক্ষেত্রে কমেছে ৩ দশমিক ৪১ শতাংশ। ১০ বোর্ডে মোট ৬ লাখ ৭ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩৮৯ জন। এবার ১০ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ১৩৬।

গত বছর এ সংখ্যা ছিল ২২ হাজার ৪৫। অর্থাৎ সব মিলিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯০৯ জন। ১০ বোর্ডের মধ্যে মাদ্রাসা বোর্ডে উত্তীর্ণের হার সবচেয়ে বেশি হলেও সাধারণ শিক্ষা বোর্ডে বেশি যশোর বোর্ডে। যশোরে উত্তীর্ণের হার ৭৮ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৩ জন।

উত্তীর্ণের হার সবচেয়ে কম নতুন দিনাজপুর বোর্ডে, ৫৫ দশমিক ৯০ শতাংশ। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১৪৮৮ জন। উত্তীর্ণের হার চট্টগ্রাম বোর্ডে ৭৬ দশমিক ৩১ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক ৯৬ শতাংশ, ঢাকা বোর্ডে ৭১ দশমিক ৫৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭০ দশমিক ৪৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬৭ দশমিক ২০ শতাংশ এবং কুমিল্ল¬া বোর্ডে ৬৬ দশমিক ৯৯ শতাংশ। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৪ দশমিক ১৪ শতাংশ। ৫৮ হাজার ৯৭৮জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৯ হাজার ৫২৬ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৯৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডে উত্তীর্ণের হার ৮০ দশমিক ৭৪ শতাংশ। গতবার এই হার ছিল ৮১ দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ উত্তীর্ণের হার কমেছে শূন্য দশমিক ৫৩ শতাংশ। ৫৯ হাজার ৭৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ২৭৮ জন।

কারিগরি বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ১০ বোর্ডের মধ্যে এবার ৭৫৫টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা গতবার ছিল ৬৭৪। অন্যদিকে একজনও উত্তীর্ণ হয়নি- এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪১; যা গতবারও ছিল একই। নুরুল ইসলাম নাহিদ বলেন, "আমরা চাই, পরীক্ষায় কোনও শিক্ষার্থী যাতে ফেল না করে।

এ জন্য যে সব প্রতিষ্ঠান খারাপ করছে তাদের তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। " উত্তীর্ণের হার কমলেও ফল খারাপ হয়েছে, এমনটা মানতে নারাজ শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "এবার যারা এইচএসসি পাস করেছে, তারা ২০০৭ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সেই এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৬।

এবার সে সব শিক্ষার্থীদের মধ্যে ৭২ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সুতরাং ৫৮ থেকে ৭২ শতাংশ- সে দিক থেকে ফল ভালোই। " জিপিএ-৫ পাওয়ার দিকে থেকে ঢাকা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- (শীর্ষ থেকে) নটরডেম কলেজ ( জিপিএ ফাইভ-১,২০৭), ঢাকা সিটি কলেজ(৯৩৪), ভিকারুননিসা নূন কলেজ( ৫৩১), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজ( ৪০৯), ঢাকা কমার্স কলেজ(৪০৯), আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ( ৩৯৩), ঢাকা কলেজ( ৩৫৯), হলিক্রস কলেজ(৩৩৯), রাজউক উত্তরা মডেল কলেজ(৩১৭),মাইলস্টোন কলেজ(২২৯) ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ( ২১৭)। এরমধ্যে রাইফেলস কলেজ ও ঢাকা কমার্স কলেজ সম সংখ্যক জিপিএ-৫ পেয়েছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ শামসুল হক জানান, শতভাগ উত্তীর্ণের দিক থেকে সেরা কলেজ হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজ।

এবারে বিদেশে অবস্থিত পাঁচটি কেন্দ্রে অংশগ্রহণকারী ১৭০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬০ জন। উত্তীর্ণের হার ৯৪ দশমিক ১২ শতাংশ। গত ১৬ এপ্রিল শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৫৮দিনের মধ্যে ফল প্রকাশ করা হল। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

ওয়েবসাইটের ঠিকানা হলো http://www.educationboardresults.gov.bd| বিস্তারিতঃ পাশের হার ও জিপিএ হার কমেছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.