আমাদের কথা খুঁজে নিন

   

বদলে যাচ্ছে ভাষা বদলে যাচ্ছে উচ্চারণ



ইংরেজী ভাষার অনেকগুলো স্বীকৃত ধারা আছে । আছে উচ্চারণেরও বেশ কয়েকটি স্বীকৃত ঘরানা । আরবী উচ্চারণের, যতদুর জানি , আছে সাতটি স্বীকৃত ধারা । বাংলায় আছে কয়টি ? প্রশ্নটি বেশ জটিল । তবে উত্তর খুবই সোজা - একটিও না ।

কারণ শুদ্ধ বাংলা ভাষা বলতে সর্বজন স্বীকৃত কোন রূপ নেই । যশোরের ভাষাকে অনেকে শুদ্ধ বাংলার রূপ বললেও সেখানেও কী পরিমান অশুদ্ধতা আছে তা সেখানকার ভাষা সম্পর্কে খবর রাখেন এমন সবাই কম বেশি জানেন । আমরা ভাষার জন্য লড়াই করেছি । কিন্তু কোন ভাষার জন্য ? বাংলা বলতে ঠিক কোনটাকে বুঝব আমরা ? “ মায়ের ভাষা কোন সে ভাষা ? পলিশ করা শুদ্ধ স্বর ? নাকি আমার বিহানবেলার, চালতা তলার, গেঁয়োভূতের কচকচানি ?” শুদ্ধ আরবী শুনতে এখন নাকি মরুবাসী বেদুইনদের কাছে যেতে হয় ! শুদ্ধ বাংলা শুনতে আমাদের হয়তো কোনকালে ভাষা জাদুঘরে যেতে হবে ! বদলে যাচ্ছে বাংলা ভাষা । ভাষা বহমান- বদলাবেই ।

কিন্তু কতটা বদলাবে ? কিভাবে বদলাবে ? বাংলা বানানের প্রমিত রুপের বারোটা যেমন বাজাচ্ছে যায়যায়দিন । রেডিও গুলো তেমন বারোটা বাজাচ্ছে বাংলার প্রমিত রূপের । উচ্চারণের মধ্যে এনেছে একটা ভীনদেশী স্টাইল । না বাংলা না আংরেজী । অনেকটা দোআঁশলা টাইপ ।

এমনিতেই কলকাতা আর বাংলাদেশের ভাষার, উচ্চারণের, বানানের প্রমিত রূপের মধ্যে যথেষ্ঠ পার্থক্য রয়েছে । এক বিশেষজ্ঞের সাথে আরেক বিশেষজ্ঞের ব্যবধানও বিস্তর । যেমন ধরেন সময় এর উচ্চারণ কী হবে ? নরেন বিশ্বাসের উচ্চারণ অভিধান বলছে এটার উচ্চারণ হবে - সময় । সবগুলো অ-কারান্ত । ব্যবহারিক বাংলা অভিধান বলছে এটার উচ্চারণ হবে- সোময় ।

অন্য একটা অভিধান(নামটা এ মুহুর্তে মনে নেই) বলছে-সোমোয় । বাংলা একাডেমী এদেশে বাংলা ভাষার অবিভাবক । ভাষাকে নিয়ে যথেচ্ছাচার যাতে না হয় সে জন্য তারা বানানে যেমন তেমনি উচ্চারণেও সমতাবিধানের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন । কিন্তু তাদের এ উদ্যোগ শুধু বই প্রকাশের মধ্যেই সীমিত । ইচ্ছাকৃত ভাবে ভাষার বিকৃতি ঘটালে তার বিরুদ্ধে কোন একশন নেয়ার ব্যাপারে এখনো তারা সিদ্ধান্তহীন ।

যায়যায়দিন এবং রেডিওগুলো যা করছে তার ব্যাপারে অন্তত, বাংলা একাডেমীর পক্ষ থেকেও যখন কিছু বলা বা করা হলোনা ; আমার বিশ্বাস, শুদ্ধ বাংলা ভাষা সম্পর্কে জানার জন্য এক সময় মানুষকে ভাষা যাদুঘরেই যেতে হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.