আমাদের কথা খুঁজে নিন

   

”সাবমেরিন না সাবমেরিন ক্যাবেল” - কোনটা দায়ী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবার জন্য !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

গতকাল বোধ হয় ইন্টারনেটে কিছু একটা সমস্যা হয়েছিল, এমনিতেই যেখানে কাজ করছি নেট ছাড়া তো অন্য কোন কিছু কল্পনাই করা যায়না, যেহেতু নেট নেই পুরো অফিসে একরকম সোরগোল পড়ে গেল। বস থেকে শুরু করে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়লেন কারণ জানার জন্য। এই অনুসন্ধানে বিভিন্ন অজানা, অবাস্তব মন্তব্য আসছিল. - বোধ হয় সরকার নেট বন্ধ করে দিয়েছে, জরুরী অবস্থা, তার মধ্যে কারফিউ, পরিস্থিতি ঠান্ডা করতে হয়তবা মোবাইলের মত ইন্টরনেটও বন্ধ করে দিয়েছে ......... - এসময়ই অফিস সহকারী বেশ উৎসাহী হয়ে জানাল সে খবর পেয়েছে, বাংলাদেশের সমূদ্রসীমা দিয়ে একটি সাবমেরিন গিয়েছে যা আমাদের ফাইবার অপটিক লাইন ভেঙ্গে দিয়েছে, যার কারণেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। এ কথা শুনে সবাই হতবাক, বাংলাদেশে আবার কোথা থেকে সাবমেরিন আসল, বিদেশীদের পাঠানো কোন গুপ্ত সাবমেরিন নয় তো ! সে ঠিক বলছে কিনা সন্দেহই রয়ে গেল, আবার জিজ্ঞেস করা হল ঠিক কিনা, একই উত্তর “সাবমেরিন আমাদের ফাইবার অপটিক লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে” শুনেই বস কে জানাতে চলে গেলাম হুবহু তার কথা কপি পেষ্টের মত ঝেড়ে দিলাম। বস শুনে কিছুক্ষন থেমে তোমরা দিন দিন মানুষ হবার পরিবর্তে গাধা হচ্ছ - জ্বী স্যার সাবমেরিন গিয়েছে? - জ্বী স্যার আবার জ্বী স্যার ! আরে সাবমেরিন ক্যাবেল নষ্ট হয়েছে, আর তোমরা শুনেছ সাবমেরিন গিয়েছে, যত সব...... - জ্বী স্যার সব যদি জ্বী স্যার হয় তাহলে উত্তর দেবে কি? - জ্বী স্যার জোড়ে সোরে ঝাড়ি খেয়ে যখন রুম থেকে বের হচ্ছি, বাহিরে সে শব্দ শুনে সবাই মিটিমিটি হাসছে, এমনিতে মেজাজ খারাপ তার উপর হাসি দেখে আরো খারাপ হয়ে গেল, তার চেয়ে খারাপ লাগল নিজের এমন নির্বুদ্ধিতা দেখে, নিজেও তো পাগলামী করলাম। এরকমটা যে কেন হয় ! মেজাজ এমন গরম ঔই সহকারী ডেকে বসের ঝাড়িটা ওর উপর ঝেড়েছি, তাতে যদি মেজাজটা একটু ভাল হয় এই ভেবে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.