আমাদের কথা খুঁজে নিন

   

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
(ছবি-এএফপি/ক্রিকইনফো) অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টীম। ওয়েষ্ট ইন্ডিজের ২য় সারির দলের সাথে সিরিজ জয়েও আমাদের আনন্দের কমতি নেই, আবেগ-উচ্ছাসের কমতি নেই, কারন আইসিএল ঝড়ের ধাক্কা, মাশরাফির আঘাতজনিত বিদায়, এতকিছুর পরও তরুন আর অনভিজ্ঞ দলের এই অসামান্য সাফল্যে আমরা দেশবাসী উচ্ছাসিত, গর্বিত। স্যালুট টাইগারদেক। সাফল্যের ধারাবাহিকতা থাকুক সবসময়, এটাই কামনা রইলো, প্রতিটা খেলায় প্রতিযোগীতা হোক, লড়াই করে হারলেও আমাদের দুঃখ নেই, শান্তনা এটুকু থাকবে, ছেলেরা শেষচেষ্টা করেছে, কিন্তু খারাপ তখনই লাগে যখন নিজেরাই উইকেট গিফট করে আসে।

আশার ফুলকে নিয়ে মনে হয় ভাবা উচিত। অনেকতো হলো। সে ভালো পারফর্মেন্স না দেখালে নাকি দল যেতে না, এই সিরিজে সেটা ভুল প্রমানিত হয়েছে, সে ভালো না খেললেও দল যেতে। তাই সময় হয়েছে তাকে সরানোর, কয়েক সিরিজ রেষ্ট দেওয়া হোক, বুঝুক পারফর্মেন্স ছাড়া দলে কারো স্থান নেই। "হয় ভালো খেলো নইলে ভাগো"-এমন হোক দলের অবস্থান।

থ্রি চিয়ার্স ফর টাইগার্স!!! নেট থেকে কিছু ছবিঃ (সফল অধিনায়ক-ছবি এএফপি/ক্রিকইনফো) (রকিবুলের ৬৫ এর পথচলা-ছবি এএফপি/ক্রিকইনফো) (ছবি-বিডিনিউজ থেকে) (দৃপ্ত ভঙ্গিমায় অধিনায়ক, ছবি এপি)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.