আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ভারতীয় দুতাবাসের সামনে ভীড় করা ৮০ শতাংশ লোকই 'টাউট' ও 'দালাল'- ভারতীয় হাই কমিশনার ‘পিনাক রঞ্জন চক্রবর্তী’

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!

আজ ২০ জুলাই এফবিসিসিআই এর এক অনুষ্ঠানে তিনি উক্ত মন্তব্যটি করেছেন (সুত্র-বিডিনিউজ২৪)। ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তার উত্তরে তিনি এই কথা বলেন। --- উনি এত সাহস পান কোথা থেকে! প্রাসংঙ্গীকঃ কিছুদিন আগে আমার সুপারভাইজার (বুয়েটের প্রফেসর) আমাদের একটা কনফারেন্স পেপার প্রেজেন্ট করতে ভারতে জেতে ভিসার জন্য এপ্লাই করেছিলেন। ২০ দিনে মোট ৩ বার ভিসা আফিসে ১৫/১৬ ঘন্টা বসিয়ে রেখে কোন কারণ না দেখিয়ে ভিসা রিফুইজ করেছে। কারণ জানতে চাইলে সংস্লিট কর্মকর্তা খারাপ ব্যবহার করেছেন। --- আমরা কি ভারতের চোখে এতটাই অবহেলিত হয়ে গেছি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।