আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম অভিযানের কিছু ছবি!

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

গত ফেব্রুয়ারী মাসে অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিলাম। একই সাথে তিন কাজ! অফিসের কাজ, বাড়ী ভ্রমণ এবং চট্টগ্রামে কিছু ফটোগ্রাফি! যদিও আমি কোন ফটোগ্রাফার না, ভাল ছবিও তুলতে পারিনা, কিন্তু শখের বশে যা তুললাম, তার কিছু অংশ শেয়ার করলাম! নির্মাণাধীন কর্ণফুলী ব্রীজ। বেইজমেন্ট থেকে উঁচু হয়ে ওঠা টাওয়ার, প্রতিটি টাওয়ার থেকে লোহার স্ট্রিং দুপাশে বের হয়ে ব্রীজের ওজন ধরে রাখবে তখন ভর-সন্ধ্যা। আলো কমে গিয়েছিল। সে জন্য কিছুটা ঝাপসা এবার সীতাকুন্ড! সীথাকুন্ডও গিয়েছিলাম অফিসের কাজে। শিব মন্দিরের নিচে এয়ারফোর্সের একটা কমিউনিকেশন টাওয়ার আছে। সেখঅনে কিছূ কাজ ছিল। রথ দেখা কলা বেচা এক সাথে!!!!! ইকো-পার্কে দর্শনার্থী, দারুণ জায়গা, ঘুরে আসতে পারেন! সুযোগের সৎব্যবহার! আকাশের সাথে মিশে যেতে ইচ্ছা করে! পাহাড়ের চূড়ায় শিব-মন্দির, প্রায় ৩৫০মিটার উঁচু সমুদ্র পৃষ্ঠ থেকে! রাস্তাটা এরকমই ছিল! এডভেন্চার টু মন্দির পুলাপানের হাসি আমি বড়ই ভালবাসি! তখনও আরও ৫০ মিটার বাকি, জিপিএসে ২৯৭ মিটার দেখাচ্ছে এলিভেশন! শিবমন্দিরে বুদ্ধ রেলিক কেন বুঝলাম না! মন্দিরের ভেতরে পুরোহিত এবং দরজায় এক ভক্তের পুজোর দৃশ্য! বিখ্যাত শিব লিঙ্গ অন্য আরেকটি মন্দির, সময়ের অভাবে যেতে পারি নি! আরও কিছু ছবি ছিল..... সব দিই নাই! পরে টাইম পাইলে পুস্টামু!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.