আমাদের কথা খুঁজে নিন

   

ডায়াবেটিস চিকিৎসায় আশার আলো ব্যাঙের ত্বক

মোঃ আক্তার হুসাইন

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ শরীরবৃত্তীয় একটি জটিল বিষয়। বিশেষজ্ঞদের অভিমত শরীরের অতিরিক্ত ওজন এবং মুটিয়ে যাওয়ার ফলে ডায়াবেটিস রোগের সূচনা হতে পারে। এ রোগ হলে অগ্নাশয় পর্যাপ্ত ইনসুলিন উৎপাদনে অক্ষম হয়ে পড়ে। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ-অগ্নাশয়ে যে পরিমাণ ইনসুলিন উৎপাদন হয় তাও যথাযথভাবে কাজ করতে পারে না।

শরীরের অতিরিক্ত মেদ ও অনিয়মতান্ত্রিক জীবন-যাপন ডায়াবেটিসকে ত্বরান্বিত করতে সহায়তা করে। মানসিক চাপ ও ভগ্ন মনোরথ আরো কয়েক ধাপ এ রোগের উৎসকে এগিয়ে দেয় বলেও বিশেষজ্ঞদের অভিমত। অবশ্য কোন কোন বিশেষজ্ঞ দ্রুত নগরায়ন একই কারণে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাওয়াকেও এ রোগের অন্যতম কারণ বলে উল্লেখ করে থাকেন। বিশ্বের কোন দেশে কত লোক এ রোগে আক্রান্ত তার সঠিক হিসাব যদিও নেই তথাপি দিন দিন এ রোগের পরিধি ছড়াচ্ছে। অবশ্য এক পরিসংখ্যানের উল্লেখ করা হয়েছে-ব্রিটেনে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা অন্তত ২০ লাখ।

টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা সম্পর্কে তেমন কোন তথ্য দেয়া হয়নি। নীরব ঘাতক এ রোগের কার্যকরী চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি। চিকিৎসাশাস্ত্রে বর্তমান যে সব ওষুধ ব্যবহৃত হচ্ছে তা সম্পূরক হিসাবে। তবে এ ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন একদল গবেষক। তাদের দাবি, দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে বিচরণকারী ক্ষুদ্র এক প্রকার ব্যাঙের ত্বক থেকে তৈরি একপ্রকার ওষুধ-টাইপ-২ ডায়াবেটিস নিরাময় করতে পারে।

ইউনিভার্সিটি অব আলস্টার এবং সংযুক্ত আরব আমিরাতে ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী ঐ জাতীয় ব্যাঙের ত্বক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, দেড় ইঞ্চি লম্বা বিরল প্রজাতির ব্যাঙের ত্বকে এমন এক প্রকার পদার্থ আছে যা অগ্নাশয়ে ইনসুলিন উৎপাদনের মাত্রা বাড়িয়ে দেয়। এতে কোন বিষাক্ত প্রতিক্রিয়া নেই। অবশ্য বিশেষজ্ঞদের এ অভিমত। এ ব্যাপারে আরো নিবিড় গবেষণা প্রয়োজন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.