আমাদের কথা খুঁজে নিন

   

ডায়াবেটিস পর্যবেক্ষণে অ্যাপ

যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্কদের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত।
ব্লাড সুগার চেক করার কাজকে আরও সহজ করতে একটি সেন্সর ও মোবাইল অ্যাপ তৈরি করেছেন বিজ্ঞানীরা। ওয়্যারলেস সেন্সর  স্মার্টফোনে রোগীদের রক্তে সুগারের মাত্রা সম্পর্কে আপডেট জানাবে। আর তথ্যগুলো জমা থাকবে ক্লাউডে।
প্রাথমিকভাবে যুক্তরাজ্যের অ্যাথলেটদের নিয়ে এ প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

এসব অ্যাথলেটদের সবাই ডায়াবেটিসে আক্রান্ত। ১৫ দিনে ইউরোপে ২,১০০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেবেন তারা।
তাদের প্রত্যেককে  ব্লাড সুগার সেন্সরযুক্ত একটি ডিভাইস পরতে দেওয়া হয়। যেটি ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত। অ্যাথলেটদের রক্তে গ্লুকোজের পরিমাণ জানতে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা রেকর্ড করা হবে ক্লাউডে।

সেখান থেকে তথ্যগুলো ডাউনলোড করা যাবে।
এ গবেষণার নেতৃত্ব দেন যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটির অধ্যাপক মাইক ট্রিনিল।
তিনি বলেন, “আমাদের প্রত্যেকেরই একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মোবাইল ফোন। প্রতিদিনই আমাদের এটা বহন করতে হয়। এ ডিভাইসটি নতুন এ প্রযুক্তির সংযোজনে ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোগীরা সহজেই তাদের ডায়াবেটিসের মাত্রা পরীক্ষা করতে পারবেন। ”
ট্রিনিল আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আমরা রোগীদের রিয়াল টাইম কনটেক্সটভিত্তিক সিদ্ধান্ত দিয়ে থাকি। যদি আমরা নিয়মিত ৪৫ মিনিট করে হাঁটি তবে বছরে একেকজনের পেছনে সরকারের আটশ’ পাউন্ড অর্থ সাশ্রয় হবে। এভাবে যদি বহুসংখ্যক মানুষ এ নিয়ম অনুসরণ করেন, তবে বছরে সরকারের স্বাস্থ্যখাতে বিশাল অংকের অর্থ সাশ্রয় হবে।
মোবাইল অ্যাপটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও অ্যাথলেটদের হৃৎস্পন্দনের হারও জানাবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.