আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় রোমান্টিক কবিতা



অবশেষে ফিরে এলাম অবশেষে ফিরে এলাম। দুইটি বছরের শ্রাবণের শেষে, ফাগুনের রঙে তোমারে রাঙাতে আবার মন দিলাম। প্রিয়তমা জানি বিস্মিত হবে, পুঁথিখানি পড়ে এতদিন পরে। জীবনের তটে তবু আমি যে এ নাও ভাসায়ে দিলাম। অবশেষে ফিরে এলাম।

। ফাগুনের কথা বলি নাই আমি, বলে যাই শুধু শ্রাবণের বারি। তোমারে হারায়ে মনের মাঝেতে, বাস করেছিনু অভাগার বেশে। বুঝবে না তুমি ওগো সুন্দরী, হৃদয় সখীরে ভুলে যেতে চেয়ে কেমন করে ছিলাম। তাই আমি ফিরে এলাম।

। সেদিনের মতো বাঁধব না সেতু, সুখ নেই আর ফাগুনের তনু। তবুও আজকে বহুদিন পরে মনের পরশ দিলাম। অবশেষে ফিরে এলাম। ।

বাদলের দিনে মন ছিলো ওগো, মোহনা বিহীন নদীর মতো। হৃদয়ের নীরে ভিজত সাথী, স্মৃতি যা ছিলো আঁধারে ঢাকি। আজ এই সাঁঝে একটু আবেগে সে বিরহ জানিয়ে গেলাম। অবশেষে ফিরে এলাম। ।

জ্যোৎস্না রাতের চাঁদখানি যদি, মেঘের মাঝেতে কভু যায় ঢাকি। যেমন করে আঁধার নামে, তেমন করে নেমেছিলো মনে। ঝড়ো বাতাসে তোমারই আবেশে সে মেঘ ভাসায়ে দিলাম। অবশেষে ফিরে এলাম। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.