আমাদের কথা খুঁজে নিন

   

বিবেকের কাছে নিহত কয়েকজন!

---
মানুষ তার বিবেকের কাছে অসহায় । সে খুন করতে পারে অগণিত মানুষ , ধ্বংসযজ্ঞ চালিয়ে কবর বানাতে পারে দেশের পর দেশ । কিন্তু পারে না তার বিবেককে খুন করতে। তার এই প্রয়াস বারে বারে ব্যর্থ হয়। বিবেক নামের এই অনুভূতিটি প্রচণ্ড শক্তিধর ও নিষ্ঠুর।

তার সাথে যুদ্ধ করে কোনভাবেই পেরে ওঠা যায় না। যুদ্ধরত মার্কিন সৈন্যদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা তাই প্রমাণ করে। আফগানিস্তান ও ইরাকে গত ছয় মাসে আত্মহত্যা করেছে ৮৮ জন মার্কিন সৈন্য। ২০০৭ সালে ১৭৮ জন ২০০৬ সালে ২০০ জন ২০০৫ সালে ২১০ জন ওরা বিবেকের গ্যারিলাদের হাতে প্রাণ দিয়েছে। ময়দানের গ্যারিলা খুন করতে পেরেছে ওরা , কিন্তু বিবেকের গ্যারিলাদের হাত থেকে ওদের নিস্তার নেই।

বিবেকের এই যুদ্ধে ওরা হারবেই......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।