আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধা আর গান-একাকার



শ্রদ্ধা আর গানে একটি সন্ধ্যা কুড়িগ্রাম শিল্পকলার `আমারে বানাও ফের তোমার নাহান তোমার নাহান ঋজু স্বাস্থ্যবান হিয়া, আমারে বানাও শুদ্ধ- স্বপ্ন-জাগানিয়া...' এমন শ্রোদ্ধাবোধ আর পরবর্তী প্রজন্মের আলোকিত স্বপ্নময় আকাঙ্ক্ষা নিয়ে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রবীণ নাট্যব্যক্তিত্বকে সম্মাননা ও একক সংগীত সন্ধ্যা `নব আনন্দে জাগো' অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে কুড়িগ্রামের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব নটরাজ আব্দুস সালামকে সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ অবদানের জন্য ক্রেষ্ট তুলে দিয়ে সম্মান জানানো হয়। এ সময় একক সংগীত সন্ধ্যার প্রতিশ্রুতিশীল কন্ঠ শিল্পী ইয়াসমিন জাফরী রেশমাকেও অভিনন্দন ক্রেস্ট দেয়া হয়। সহ-সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীরের উপস্থাপনায় এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা, নাট্যশিল্পী ও সলিডারিটি পরিচালক হারুন অর রশিদ লাল, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাবিদ মো. শাহাবুদ্দিন। পরে প্রতিশ্রুতিশীল সংগীত শিল্পী ইয়াসমিন জাফরী রেশমা একক সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে বক্তারা জেলা শিল্পকলা একাডেমীরর এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের সংস্কৃতিতে মরণত্তোর সংবর্ধনা দেয়ার রেওয়াজ আছে। জীবদ্দশায় শিল্পীদের সম্মান দেয়া হয় না। পৃষ্ঠপোষকতার অভাবে গুণীজন ও তাদের সৃষ্টি হারিয়ে যায়। তাই জেলার ইতিহাস ও ঐতিহ্য সংরনে এই অনুষ্ঠানের ধারাবহিকতা রাখার আহ্বান জানান তারা। প্রথমবারের মতো জেলা শিল্পকলার আয়োজনে সংবর্ধিত হয়ে অনুভূতি জানাতে গিয়ে নটরাজ আব্দুস সালাম আবেগাপ্লুত ও বাকরুদ্ধ হয়ে যান।

নিজেকে সংবরন করে তিনি বলেন, `সংবর্ধনার চেয়ে অভিনয়ের সুযোগ পেলে আমি বেশি খুশি হতাম। ' উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে হার্টের অসুখ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ইয়াসমীন জাফরী রেশমা তার অনুভূতি জানাতে কবিগুরু রবীন্দ্রনাথের সাথে মিলিয়ে বাংলার প্রকৃতি মাটি, মানুষ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দ্বিতীয় পর্বে নান্দনিক আয়োজনে হল জুড়ে ছিল সুরের মুর্ছনা। রবীন্দ্রনাথের প্রকৃতি, প্রেম , পুজা, দ্বিধা, মৃত্যু ভয় প্রভৃতি বিষয়ে ইয়াসমীন জাফরী রেশমা একে একে পরিবেশন করেন- `আমাকে যদি জাগালে আজি, যে রাতে মোর দুয়ার, আমার শেষ পরানে করি কন্ঠে নিলে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, বিরহ মধুর হল আজ মধু রাতে, তোমায় গান শোনাবো, দাঁড়াও আমার আখিঁর আগে, দেখ দেখ দেখ সুখতারা আঁখি মেলে চায়, এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোর পেতে হবে, আমার যাবার বেলা পিছু ডাকে' গানগুলো।

অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে শুরু হওয়ায় শেষটাও সন্ধায় থেমে থাকেনি। শেষ হতে হতে প্রায় মধ্যরাত্রি। তবুও সংগীত অনুরক্ত, রবীন্দ্রভক্তদের পিপাসা মিটে না। শুনতে চায় আরও গান। এব্যাপারে শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষ জানান, কুড়িগ্রামের সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে জেলা শিল্পকলা একাডেমী প্রতিমাসে কুড়িগ্রামের একজন প্রবীন গুণী শিল্পীর সংবর্ধনা এবং একজন প্রতিশ্রুতিশীল শিল্পীর একক সংগীতানুষ্ঠানের আয়োজনের প্রচেষ্ঠা নিয়েছে।

এরই অংশ হিসেবে ১ম পর্বে ৩০ জুন নটরাজ আব্দুস সালামের সংবর্ধনা এবং ইয়াসমীন জাফরী রেশমার একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে, জুলাই মাসে জেলা শিল্পকলা একাডেমী বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সরদার আব্দুর রাজ্জাককে সংবর্ধিত করবে। সেই সাথে একক সংগীত পরিবেশন করবে প্রতিশ্রুতিশীল কন্ঠ শিল্পী পঞ্চানন রায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।