আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভুল রীতি (মুসাহাফা, জায়নামাজের দুআ)



একটি ভুল রীতি কোন কোন মানুষকে সালাম বা মুসাফাহার পর নিজ বুকে হাত রাখতে দেখা যায়। এটি একটি ভুল রীতি। একাজটিকে যদি সালাম-মুসাফাহার সুন্নত নিয়মের অংশ মনে করা হয় তাহলে এটি বিদআত; আর এমনি করা হলে এটা একটা অনর্থক কাজ। মহব্বতের প্রকাশ তো সালাম-মুসাফাহার মাধ্যমেই হয়ে গেল। বাড়তি কিছুর তো প্রয়োজন নেই।

মোটকথা এটি সংশোধন যোগ্য। [মাসিক আল কাউসার, এপ্রিল -২০০৬, পৃষ্ঠা-৩৭] একটি ভুল আমাল নামাযের আগে জায়নামাযে দাঁড়িয়ে এই দুআ পড়া- আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকীন – এটি সঠিক নয়। জায়নামাযে দাঁড়িয়ে নামায শুরুর আগে এই দুআ পড়ার প্রচলনটি ঠিক নয়। এই সময় এই দুআ পড়াটা শরীয়তের কোন দলীল দ্বারা প্রমাণিত নয়। জায়নামাযের দুআ বলতে শরীয়তে কিছু নেই।

অবশ্য উপরোক্ত দুআটি রাসুলুল্লাহ (সাঃ) কখনো তাহাজ্জুদের নামাযে তাকবীরে তাহরীমার পর পড়তেন বলে প্রমাণিত আছে। - সহীহ মুসলিম ১/২৬৩; আলবাহরুর রায়েক ১/৩১০; তাহতাবী আলাল মারাকী ১/২৫১; বাদায়েউস সানায়ে ১/৪৭১; ইলাউস সুনান ২/২০৬। [মাসিক আল কাউসার, মে-জুন -২০০৬, পৃষ্ঠা-২৪]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.