আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদলের আঙ্কেল কমিটি এবং আমরা ভাতিজারা বড় হবো কবে?



ছাত্রদলের কমিটি ঘেষিত হয়েছে কদিন হলো। কমিটিকে ডাকা হচ্ছে, আঙ্কেল কমিটি নামে। প্রথম ধারণা করেছিলাম এটা বুঝি নতুন কোনো অঙ্গসংগঠন। অস্বাভাবিক কিছু না। যে হারে শ্রমিক,তাতী,জেলে,রিকশা চালক সবাই নানা নামে বের হচ্ছে,এমন হতেও পারে।

হেলাল হাফিজের কবিতায় বয়স মাপলে যাদের মিছিল বা যুদ্ধ কোনোটারই বয়স নাই,তারাই এখনো তারা ছাত্র সংগঠনের কর্নদার। এটাও কোনো সমস্যা নাই। আমার পরিচিত এক ছেলের বাবা তার এলাকার তরুণ লীগের সভাপতি। যার ছেলেদেরই তারুণ্যের সাথে সাথে মাথার চুলও ওপারে রওয়ানা হবার পথে। এইদেশে সবই হয়।

আমরাও চাইলে যে কোনো নেত্রীর কাছে অনুমোদন নিয়ে শৈশব দল, কৈশর লীগ জাতীয় সংগঠন খুলতে পারি। যুবলীগ আর যুবদলের নেতাদের দেখলে তো ভালোই লাগে। রাজনীতি আমাদের শৈশব আটকে রেখেছে। আমাদের শৈশব বুঝি আর গেলো না। তবে এই হিসেবে একটা পজেটিভ দিক এই দেশে আর কারো বার্ধক্যের বয়স হবে না।

চির যৌবনা বাঙ্গালী জাতি দীর্ঘজীবী হোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.