আমাদের কথা খুঁজে নিন

   

একটু আগে একটা নেড়ি কুত্তা ধাওয়া দিসিল। কেন জানেন?

শাহাবাগের পাশে এলিফ্যান্ট রোডে বইসা এক দোস্তোর লগে কথা কইতাসিলাম । পাশেই কয়েকটা নেড়ি কুত্তা ঘুরাঘুরি করতেছিল । কথায় কথায় খালি কইসি যে "এই রাজাকারগুলা হইলো নেড়ি কুত্তার মত । কোনও মালিক নাই, ঠিক ঠিকানা নাই, খালি ঘাউ ঘাউ করে।" ও মা ! এই কথা কওয়ার পরেই দেখি ২ টা কুত্তাই আমার দিকে চায়া কিরাম ঘর ঘর করতাছে ! আমি কিন্তুক কুত্তা খুব ডরাই ! দোস্তে কয় ব্যপার সুবিধার না, ল দৌড়াই । কইতে না কইতেই একটা কুত্তা দিন ধাওয়া - আমরাও দৌড় । পরে কাটাবন ছাড়ায় গিয়া রক্ষা ! একটু জিরায়া লয়া চিন্তা কইরা দেখলাম কাহিনী কী ! কাহিনী হইল রাজাকারগুলারে কুত্তা কওয়ায় কুত্তায় মাইন্ড খাইসে। হাজার হইলেও কুত্তা তো, জামাত-শিবির তো আর না। বাপ রে বাপ, শিক্ষা হইছে এইগুলারে আর কুত্তা কমুনা । খামাখা কুত্তারে অপমান কইরা লাভ কি কন ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.