আমাদের কথা খুঁজে নিন

   

একটা দাড়ী টুপিওয়ালাকে আমি মারতে পারলাম না!!!



রংপুর এর মিঠাপুকুর এলাকায় এক মুক্তিযোদ্ধা বৃদ্ধা বাস করে নাম সোনারা খাতুন, বয়স আনুমানিক ৭০ এর কাছাকাছি। আপন বলতে কেউ নেই পেশায় তিনি একজন ভিক্ষুক। কথায় কথায় জানা গেল সেই ভয়াল দিনের অনেক কথাই তার মধ্যে উল্লেখযোগ্য একটি স্মৃতি ওনার ব্লগে দিলাম। ১৯৭১ সাল চারিদিকে পাক বাহিনীর জ্বালানি পোড়ানি এমনই সময় আমার স্বামীকে ধরে নিয়ে যায় পাক বাহিনী অনেক খোজাখুজির পরও আজও আমার স্বামীর লাশ পাই নাই কিছুদিন পর যুবতী মেয়ে জোবেদাকে জোর করে আমার কাছ থেকে নিয়ে যায় দাড়ী টুপি ওয়ালা মোল্লারা তারও কোন হদিস না পেয়ে ছুটে যাই আমাদের প্রাইমারী স্কুলের মাষ্টার রঞ্জন স্যারের কাছে। স্যার আমাকে বললেন, তোমার তো আর হারাইবার কিছু নাই তুমি মুক্তিবাহীনিতে যোগ দাও।

(চোখ মুছেন সোনারা খাতুন) এরপর ভারতে ১৭ দিন ট্রেনিং দিয়ে ফিরে আসি আমাদের পাঠানো হয় ময়মনসিং ৪ নং সেক্টরে সেই সেক্টরের প্রধান ছিলেন খলিল ভাই। আমাদের মিশনে খলিল ভাই, ময়না ভাই, মৃথুল দা, আফিয়া আপা, জালাল ভাই আরো তিন চার জন ছিল নাম মনে নাই। নদীর ধারে এক ঝোপের মধ্যে লুকিয়ে থাকি রাত্রে। আকাশে তখন পূর্ণিমার মতো চাঁদ। কথা হয় ভোর হবার আগেই ওদের ঘাটিতে আক্রমন করবো।

খলিল ভাই জালাল ভাইকে পাঠায় ওদের ক্যাম্পের অবস্থায় সম্পর্কে একটা ধারনা নিয়ে আসার জন্য এবং খুব করে সাবধান করে দেয়। জালাল ভাই যাবার ঘন্টা খানিক পর গুলির শব্দে সকলের ভিতর এক ধরনের ভয় কাজ করে খলিল ভাইকে খুব চিন্তিত মনে হয়। আমরা সবাই ভেবেছি জালাল ভাই ধরা খাইছে। এর কিছুক্ষনের মধ্যে জালাল ভাই ফিরে এলো এবং খবর দিল পাক বাহিনী তাকে দেখে ফেলেছে। দেরী না করে খলির ভাইয়ের নির্দেশে আমরাও ঝাপিয়ে পড়লাম ওদের উপর এক ঘন্টার মতো চললো গোলাগুলি অবশেষে পাক বাহীনি পিছু হটল এবং আমরা জয়ী হলাম।

এরকম আরো অনেক ঘটনা আছে কিন্তু বলে কি লাভ দেশ স্বাধীন হলো কিন্তু আমরা ভিক্ষুকই রইলাম আর দাড়ী টুপিওলারা টাকার মালিক হলো। একটাই দুঃখ আজ পর্যন্ত একটা দাড়ী টুপিওয়ালাকে আমি মারতে পারলাম না!!! (অফিস ছুটির কারনে আজকের মতো বিদায়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.