আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে ছাগুদের ম্যা ম্যা বন্ধ করবেন এবং ছাগু মুক্ত রাখবেন আপনার চারপাশ

বেশী কিছু লিখার নেই..কারণ বেশী কিছু জানাও নেই।। যেখানে দেখিবেন ছাগু..সেখানে করুন হাগু... যেখানে দেখিবেন কপি পেষ্ট (ছাগুপত্রের)..বুঝিবেন তিনি রাজাকার বেষ্ট... রাজাকার এর এক দোসরকে লাথি দিয়া ফেসবুকে বা সামাজিক মাধ্যমে আনফ্রেন্ড করিলে..কোন সমস্যা আছে...? আলবদরী জ্ঞানদুষ্ট গরুর চেয়ে শুণ্য গোয়াল থাকা কত ভাল..আজকে ৩/৪ টারে আনফ্রেন্ড করিয়া বুঝিয়াছি.. এই নির্মল আনন্দ থেকে বঞ্চিত করেন না নিজেকে। মনে রাখুন অনলাইনে ছাগুরা এখন সবচেয়ে বেশী অ্যাকটিভ (রাজপথে আমাদের যোদ্ধা সৈনিকদের দেখে নামার সাহস পায় নাই) আর তাদের ম্যা ম্যা...(আজকের শাহবাগে কারো কি সেই বুকের পাটা আছে যে...!!!) আমাদের ওয়ালে ক্রমাগত শেয়ার আর কমেন্ট করে চলেছে...তাদের এই ম্যা ম্যা...যেন অন্যদের সামান্যতম প্রভাবিত করতে না পারে সেই ব্যবস্থা নিজেদের হাতে তুলে নিতে হবে। নিপাত করুণ তাদের যত রাজাকারী আপনার তারুণ্যের রোষানলে ! আর একটা কথা..এই আন্দোলন যে সোনার ছেলেদের, সোনার দলের, আর ছাগুদের না তা জানার পরেও তারা প্রতিবাদ করে যাচ্ছে...এবং এই প্রেক্ষিতে তারা যে এই বাংলার মানুষ তা ভাবতেও লজ্জা হয়। এদের বয়কট করুন...দমন করুন...আপনার শক্ত হাতে রয়েছে তার চাবিকাঠি... আর সর্বোপরি..আমাদের বিপ্লব হোক চিরজীবি !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.