আমাদের কথা খুঁজে নিন

   

আমরা পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি!!!

পরিবর্তনে বিশ্বাসী

আমার চলার পথে ইদানিং দুইটা পরিবর্তন চোখে পড়ে। যার একটা হলো বাসে ধুমপান করা। আগে যারা ধুমপায়ী তারা যে কোন জায়গায় ধুমপান করতো এমনকি বাসেও। এখন এ অভ্যাসটা দেখাই যায় না। এই পরিবর্তনটা আমরা সবাই মিলে করেছি।

আমার দেখা এমন অনেকগুলো ঘটনা আছে। যদি কেউ বাসে ধুমপান করে তাহলে বাসের যাত্রী সবাই মিলে তাকে অপমান করা হয়। সে ভয়ে এখন কেউ বাসে কিংবা কোন পাবলিক স্থানে ধুমপান করে না। এ জন্য ইদানিং বাসে চড়ে এবং কোথাও ঘুরতে একটু ভাল লাগে। কিন্তু বাসের ড্রাইভারগুলোর কোন পরিবর্তন হয় নাই।

কিছুদিন আগেও আমি এক বাস ড্রাইভারকে শাসিয়েছি। আর একটা পরিবর্তন হল বাসে মহিলা সিটে বসা নিয়ে। এখন মোটামুটি অনেকেই মহিলা সিট খালি থাকলেও পিছনে গিয়ে বসে। প্রথম যখন এ কাজটি শুরু করে তখন থেকেই দেখছি কি ঝগড়ারে বাবা বাসে বসে। একদল মহিলাদের পক্ষে আর একদল মহিলাদের বিপক্ষে।

সবসময়ে মহিলার পক্ষটিই দেখছি কথায় উপরে ছিল মানে জয়ী। সবাই দেখতাম ঝগড়ার শুরুটা করতো ভূল দিয়ে। ভূলটা হলো সমান অধিকার। । এখানে সমান অধিকার আর মহিলা সিট ৯টা করার অনেক পার্থক্য।

মহিলা ও শিশু সিটটি আমরা চিন্তা করবো সহানুভুতি দিয়ে। যাক আস্তে আস্তে আমাদের সকল কাজেকর্মে দেশপ্রীতি এবং মানুষের প্রতি ভালবাসা থাকবে এটাই আমাদের কাম্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।