আমাদের কথা খুঁজে নিন

   

সাধের বিদ্যাপীঠে (পুঁথি)



ইথারে ইথারে দ্যাখো দুর্নীতি বন্ধুতা বাঙলা মায়ের কোলে শুয়ে কাঁদিছে সভ্যতা; আমরা খুবই সভ্য আমরা খুবই সভ্য, ভবিতব্য বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিপ্লবী হোয়ে পড়িছি ছড়ায়ে; শার্টে গুয়েভারা শার্টে গুয়েভারা, কাব্যহারা শ্রেণীপাঠ্যে এসে শিক্ষকদের দয়াতে গ্যালেন অস্তাচলে ভেসে; সাধের বিদ্যাপীঠে সাধের বিদ্যাপীঠে, সবই মিঠে ভর্তিতে দুর্নীতি সবুজ এ সভ্যতা জুড়ে অসুরে সুর প্রীতি; এসো অসুর রাজ্যে এসো অসুর রাজ্যে, কর্মকার্যে তুলসী পাতা ধোয়া ছাত্রদের রাজনীতি বন্ধ তবুও তার ছোঁয়া; আছে দেয়াল জুড়ে আছে দেয়াল জুড়ে, গর্ত খুড়ে বেরুচ্ছে কাল্‌সাপ শিক্ষকদের রাজনীতির দরজা বন্ধ হলেই পাপ; বড়োই স্পর্শকাতর বড়োই স্পর্শকাতর, বাঙলা মা’তোর বুক ভেঙে দুইখানা ধর্ম রাজনীতিরই অস্ত্র বেহেশত্ই ঠিকানা; হবো স্বর্গবাসী হবো স্বর্গবাসী, স্বপ্নে ভাসি হুরেদের সোহাগে হুমায়ুন আজাদের ছবি ছেঁড়ো আগে-ভাগে; কোথায় রবীন্দ্রনাথ কোথায় রবীন্দ্রনাথ, অচেনা জাত মালাউনের দলে মার্ক্সসিজমে ধর্মশিক্ষা শ্রেণীপাঠ্যের ছলে; তবু বড়াই কতো তবু বড়াই কতো, স্বপ্ন শতো মাথা খুঁটেই মরে শিক্ষাগুরু মজা লোটেন পুলিশি প্রহারে; আমরা ছাত্রসমাজ আমরা ছাত্রসমাজ, উৎসর্গী আজ শিক্ষকদের সম্মানে সেশেনজটের ব্যার্থতা সব ঢাকো সাস্‌পেনসানে; মারো দুচোখ বুজে মারো দুচোখ বুজে, আশ্রয় খোঁজে মনুষত্বের বুকে হাজার প্রাণের স্বপ্ন ভূলন্ঠিত হয় পলকে; সাধের বিদ্যাপীঠে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।