আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী: অপ্রয়োজনীয় কথা কম বলুন

ব্লগের পাঠক

তরুণ প্রজন্মের ধারক ও বাহক হওয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমি পছন্দ করি। আশা করি তরুণরাই আস্তে আস্তে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সোহেল তাজ সেই তরুণদের প্রতিনিধি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ করছি তিনি কারণে অকারণে কথা বলে নিজের অবস্থান নড়বড়ে করে তুলছেন। সম্প্রতি তিনি আবারো বললেন এই সরকারের সময় ক্রস ফায়ার হচ্ছেনা।

হচ্ছে আত্মরক্ষা। আমার বিনীত অনুরোধ, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, দয়া করে পূর্ববর্তী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো আচরণ করবেন না। জনগন তো চোখ বন্ধ করে থাকেনা, তারা আজকাল পত্র পত্রিকা পড়ে, ইন্টারনেটে ঘোরাঘুরি করে। তাই যা বলার দরকার নেই, তা না বলাই ভালো। খবর: ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ সরকারের পাঁচ মাসে কোনো 'ক্রসফায়ার' এর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ।

তিনি বলেন "এ সরকারের আমলে কোনো ক্রসফায়ার হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে আত্মরক্ষার স্বার্থে নিয়মানুযায়ী যা করার তাই করছে। " রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তানজিম বলেন, "বিভিন্ন দেশে পুলিশের গুলিতে শত শত মানুষ মারা যায়। যুক্তরাষ্ট্রেও প্রতি বছর ৬শ' থেকে ৭শ' মানুষ মারা যায়।

এসব ঘটনা আইন বা বিচার-বর্হিভূত নয়। " বাংলাদেশে এ সরকারের সময়ে কোনো বিচার-বহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "বর্তমান সরকার বিচার- বহির্ভূত কোনো কর্মকান্ড সমর্থন করেনি, করবেওনা। " পুলিশি হেফাজতে কারও মৃত্যু হলে তা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড- এ মন্তব্য করে তানজিম বলেন, "বিগত জোট সরকারের আমলে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের ঘটনা ঘটেছিল। " গত একমাসে শুধু রাজধানীতেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশের কথিত 'ক্রসফায়ার' ও 'এনকাউন্টারে' দশ জন নিহত হয়েছে। বিশেষ করে র‌্যাবের গুলিতে স�প্রতি দুই ছাত্র নিহত হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.