আমাদের কথা খুঁজে নিন

   

দেশে দেশে বি্শ্বাসের পাথরে খোদিত সব চোখ- প্রথম কিস্তি



বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতি গোষ্ঠির অন্ধবিশ্বাসী মানুষের মাঝে অলৌকিকত্বের উপর রয়েছে অগাধ আস্থা। তাই রোগমুক্তির বাসনায কিংবা সংকট মোচনের আকাঙ্খায় অলৌকিকত্বের উপর নির্ভরতা শুধু বাংলাদেশের কাহিনী নয়। এ ধরেনর বিশ্বাসের জাল সমগ্র বিশ্বে নানা রূপে বিস্তৃত। বিজ্হানের যুক্তিতে এ সকল চর্চা যুক্তিহীন্। তবুও অন্ধ বিশ্বাসী অসহায় মানুষ দলে দলে দারস্থ হয় এই অলোকিকত্ব নিয়ে ব্যবসাকারীদের দারে।

নাইজেরিয়াঃ নাইজেরিয়ার 'লাগস' এ অবস্থতি Synagogue Church of All Nations এর রক্ষক টি বি যুশুয়া কে দেখ যাচ্ছে চর্মরোগ আক্রন্ত এক মহিলার পাপ মোচনরে মাধ্যমে রোগ মুক্তির চেস্টা করেছন। আফ্রিকার বিভিন্ন দেশ হতে অসংখ্য মানুষ এইডস, ক্যান্সার বা বন্ধ্যত্ব জাতিয় দূর্নিরাময় যোগ্য ব্যধির থেকে মুক্তির জন্য এই চার্চের প্রাঙ্গনে সমবেত হয়। ইকুয়েডোরঃ ইকুয়েডোরের Cotacachi নিকটে একটি ঝরণার পাশে একজন তান্ত্রিক কে দেখা যাচ্ছে একটি আদি বাসী উৎসব কালে water ritual এর মাধ্যমে শরীর হতে অপমক্তি মুক্ত ও অত্মা কে পরিশুদ্ধ করছে। ইন্দোনেশিয়াঃ বালি দ্বীপ নিবাসী হিন্দু সম্প্রদায় কে দেখা যাচ্ছে বালির Peti Tenget Beach এ নববর্ষের প্রাক্কালে আত্মার পরিশুদ্ধির জন্য চেতনাহীন হয়ে পরতে। ভেনিজুযেলা ভেনিজুয়েলার এই মোমবাতি উৎসবের নাম velación নাম।

সাদা পাওডার জাতীয় পদার্থ দ্বারা বিভিন্ন তান্ত্রিক চিহ্ন যুক্ত ছক কে জ্বলন্ত মোমবাতি আর ফল-ফুলের পাপিড় দিয়ে সজ্জিত করার পর মাঝ খানে রোগগ্রস্ত ব্যক্তি কে শুয়ে মন্ত্র পাঠ করা হচ্ছে। মেক্সিকো উত্তরপূর্ব মেক্সিকোর Espinazo নামক ছোট ধুলায় ধুসর গ্রাম টিতে El Nino Fidenci নামক মেক্সিকোর অন্যতম প্রসিদ্ধ আধ্যাত্মিক সাধকের হাজার হাজার ভক্তরা বছরে তার জন্ম ও মৃত্যু দিনে সমবেত হয় , কাঁদা স্নানের মাধ্যমে জীবন যন্ত্রনা থেকে মুক্তির আশায়। (চলবে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.