আমাদের কথা খুঁজে নিন

   

দোহা...

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

১. কলির সন্ধ্যা শেষে নামে নিশি ঘোর সামিল তাহাজ্জুদে খোদাভীরু চোর! ২. হতে পেরে পতি, নর ভাবে সে-ই সেরা নারী বলে: চোখ তোর জনমের টেরা। ৩. আরতির বেদী পরে দেবীর যে দেহ তাতে প্রেম করে বাস সেই তার গেহ। ৪. কালের মিনারে হাঁকে নকিব বেলাল কাতারে সাঁতার কাটে নামাজি বেহাল। ৫. কী বলিতে কীযে বলি হুঁশ নেই তাতে রসনার রাস নেই সহিসের হাতে। ৬. বুজুর্গ খেলাপির কামেল ভাতিজা হালখাতা ভরে তুলি মরহুম ইজা। ৭. দ্যোতিত ও দ্যোতকের ঘুচুক ফারাক দ্যোতনার ব্যাঞ্জনা দু’হাত বাড়াক। ৮. চোখ বড়ো বেঈমান মুনাফেক পাঁজি যেই ডাকে হের লগে যেতে হয় রাজি। ৯. জীবন ঘোষণা করে বজ্র নির্ঘোষে দুস্তর ব্যবধান সুখ ও সন্তোষে। ১০. লালসা ও বিলাসের যুগল প্রতিমা চেটে খায় আমাদের বিবেক-প্রতিভা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.