আমাদের কথা খুঁজে নিন

   

প্রান্তিক প্রলাপ

অথচ বাঁচার মতন সুখ কোথাও কখনো আর ছিলনা...।

ভাই বলেছিল- -পর্বতের প্রান্ত জোড়া প্রবল মেরুতে দাঁড়িওনা! গিরীশৃঙ্গ টানে। কারা আসে এখানে তা জানো? তারা আসে যারা ওই উপত্যাকা দর্শন ভুলেছে সরে এসো এই পাশে, তোমার দারুণ দুঃসাহস! নীচে নাচে বেলাভূমি, কয়েকটি বুনোহাঁস ওড়ে রোপওয়ে জানালায় কৌতূহলী কিছু চোখ শংকা-আনন্দ নিয়ে ভাসে ওখানে সবুজ হয়ে অরণ্যানী- দুর্বা একাকার ।বেলাভূমি ঢেউ হয়ে নাড়া দ্যায় ঘুমে থাকা লোভাতুর উড়ান আবার! -আমিও উড়তে জানি, ডানা আছে, বুনোহাঁস থামো সুর্যালোক, সাদা মেঘ, অন্তর্লোকের আর্তস্বর তো জানো! ভাই বলে--হাত ধরো, পেছনে পেছনে সরে এসো! পেছনে এলাতে এসে ব্রতমগ্ন চড়া রোদ উন্মত্ত চমকায় এমন পেছনে সরে বিদ্যুতের হাত ধরে কত আর বেঁচে থাকা যায়! ভাইকে বলেছি--শোন' পার্বত্য এ প্রান্তিক আয়োজন, দুঃসাহস, উপত্যকা, সবুজ টিলার সারি দুর্ভিক্ষের এ সময়ে নিঃসহায় অন্তরাত্মার ছুঁয়ে থাকা বড় প্রয়োজন!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.