আমাদের কথা খুঁজে নিন

   

রাইস ড্রিংক

www.cameraman-blog.com/

ঘুম থেকে তখনো পূরোপূরি জেগে উঠিনি। ফোনটা বেজে উঠলো। সামহয়্যারের এক ব্লগার। রিসিভ করতেই বললেন - "ভাই কি করেন ?" বললাম "তেমন কিছু না"। "তাহলে চলে আসেন, আড্ডা দেই"।

"ঠিক আছে, ঘন্টাখানেক পর রওনা হচ্ছি"। তার বাসায় যখন পৌছালাম, তখন মধ্য দূপুর। ইলেক্ট্রিসিটি নেই। বললাম "পানি খাওয়ান"। মগে করে পানি দিয়েই কোথায় জানি হাওয়া হয়ে গেলেন।

রান্নাঘর থেকে খুট-খাট আওয়াজ আসছিলো। কিছুক্ষণ পর দু'হাতে দুই মগ নিয়ে হাজির। একটা মগ হাতে নিয়ে দেখি ভিতরে সাদাভ তরল। বললাম "কি" ? "খান না" - হাসতে হাসতে বললেন তিনি। চুমুক দিলাম, মিষ্টি।

কিন্তু ভাতের গন্ধ কেন ? ছোটবেলায় বাসার বুয়াকে দেখতাম ভাতের মাড় অল্প একটু লবন দিয়ে বাচ্চাকে খাওয়াতো। তখন শখ করে ২/১ বার আমিও খেয়েছি। সেই জিনিস নাতো ? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বললেন - "পান্তা ভাতে চিনি দিয়ে জোর ঘুটা দিসি"। বাসায় এসে চিন্তা করলাম চিনি না দিয়ে, অল্প একটু লবন, কাঁচামরিচ কুচি আর খূব সামান্য আচারের মশল্লা দিয়ে ঘুটা দিলে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.