আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনের ভাতা বাতিল

পশ্চিমবঙ্গে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাজ্য সরকারেরর ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন আদালত। আদালতের রায়ে বলা হয়, রাজ্য সরকারের ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ও অসাংবিধানিক। এর কোনো সাংবিধানিক বা আইনি বৈধতা নেই। এটা জনস্বার্থও নয়। জনস্বার্থের দোহাই দিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বৈধ নয়।

গতকাল সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় ও বিচারপতি শ্রীবাস্তবের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় দেন। মামলাটি ছিল জনস্বার্থ সংক্রান্ত। ২০১২ সালের ৯ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণায় মমতা বলেছিলেন, ইমামরা প্রতি মাসে দুই হাজার ও মুয়াজ্জিনরা এক হাজার রুপি করে ভাতা পাবেন। এই লক্ষ্যে সরকার একটি বিজ্ঞপ্তিও জারি করে।

বিজ্ঞপ্তিটির কোনো আইনি বা সাংবিধানিক বৈধতা না থাকায় সরকারের ভাতা দেয়ার সিদ্ধান্ত খারিজ করে দেন আদালত। গঠিত ডিভিশন বেঞ্চের শুনানিতে বলা হয়, সরকারি অধ্যাদেশ ছাড়া এভাবে টাকা খরচ করা যায় না। রায় ঘোষণার পর রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। সেই আবেদনও খারিজ করে দেন আদালত।

রাজনৈতিক নেতার অভিযোগ করেন, সংখ্যালঘু মুসলমানদের ভোট পাওয়ার জন্য মমতা আইনের তোয়াক্কা না করেই ভাতা দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

এ প্রসঙ্গে কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, যেখানে আইনি বৈধতাই নেই, সেখানে ভাতা দেয়ার ঘোষণা দিয়ে মমতা সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে প্রতারণা করেছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.