আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে আপনার উইন্ডোজের গতি বাড়াবেন?

লাইভ ওয়েব টিভি এর ব্লগ

অনেকেই অভিযোগ করে থাকেন পিসি স্লো। আপনাদের জন্য এ সংক্রান্ত কিছু টিপস দিচ্ছি। আশা করি আপনাদের কাজে আসবে। কেন আপনার পিসি স্লো হয়? কমপিউটার চালানোর সময় বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ কিছু ফাইল তৈরি করে, যা পরবর্তীতে উইন্ডোজের আর প্রয়োজন হয়না এবং ঐ সব অপ্রয়োজনীয় ফাইলের জন্য উইন্ডোজ স্লো হয়ে যায়। তাই কমপিউটারের গতি বাড়ানোর জন্য ঐ সব ফাইল মুছে ফেলা দরকার।

নিচের কয়েকটি ধাপ অনুসরন করে আপনি ঐ সব অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলতে পারেন। ধাপগুলো হলোঃ ১। My Computer আইকনে রাইট ক্লিক করে Manage অপশন সিলেক্ট করুন। ২। Event Viewer এ ক্লিক করে Expand করে Application এ রাইট ক্লিক করুন এবং আবির্ভূত কনটেক্সট মেনু হতে Clear All Events অপশন সিলেক্ট করুন।

সেভ করতে চাইলে No বাটনে ক্লিক করুন। একই ভাবে নিচের সিস্টেমের ইভেন্টগুলো ক্লিয়ার করুন। ৩। এবার My Computer থেকে বের হয়ে এসে Start মেনু থেকে Run সিলেক্ট করে Text Box এ &#xTe;mp% লিখে Enter করুন। সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।

৪। একইভাবে Start->Run->Temp লিখে সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন। ৫। একইভাবে Start->Run->Recent লিখে সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন। ৬।

একইভাবে Start->Run->Prefetch লিখে সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন। ৭। একইভাবে Start->Run->Tree লিখে সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন। এবার নিজেই দেখুন আপনার কমপিউটারের গতি কতটুকু বেড়েছে। আইটি রিলেটেড যে কোন রকম সমস্যা,সমাধানসহ যে কোন রকম পোস্ট লিখুন http://www.blog.comjagat.com এ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.