আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম, বিয়ে ও অতঃপর ( তাহাদের বিবাহের বর্ষপূর্তি তে রি-পোস্ট)



প্রাক-বিয়ে ও বিয়ে পর্বঃ আমার মেডিকেল পড়ুয়া এক বন্ধু রুবাইয়াত যে আগে আমাকে একসময় বলেছিল ২০১২ সালের আগে বিয়ে-শাদি এর ধারে কাছেও যাবে না, সে মাত্র তিন মাসের affair এর পর সেই মেয়েকেই বিয়ে করতে যাচ্ছে -এই খবর শুনে তো আমি যাকে বলে আকাশ থেকে পড়লাম। কিংকর্তব্যবিমূঢ় আর বাক্‌রুদ্ধ অবস্থা কাটার পর আমি আবার বিয়ের কথা জিজ্ঞেস করলাম ঠিক শুনেছি কিনা নিশ্চিত হওয়ার জন্য। এবারও শুনে কিঞ্চিত হতবাক হয়েছিলাম। যাই হোক, এর পর তার সাথে আমার নিম্নরূপ কথোপকথন হল... -মেয়ের নাম কি? -মিতুল। -কি, পুতুল??? -নাহ্‌, মিতুল।

-আচ্ছা, মেয়ের বাড়ি কই? -নোয়াখালি। -নোয়াখালি ??? -হ্যাঁ, কেন কি হইছে? -নাহ কিছু না। -মেয়ে তোর সাথে পড়ে? -হ্যাঁ। -কতদিন তোদের পরিচয়? -প্রায় তিন মাস। -তিন মাসের পরিচয়ে বিয়ে ??? -হ্যাঁ।

-ভাল, খুউব ভাল। -পাঁচ বছর একসাথে পড়লি এতদিন কি করছিস? -এতদিন কথা হয়নাই, তিন মাস আগে প্রথম কথা হইছে। -হুম্‌, ভালোই। তারপর একদিন শুনলাম তার গায়ে হলুদ। ভাল।

গায়ে হলুদের জন্য গেলাম প্রথমে বন্ধুর বাসায়। একই চাইনিজ রেস্টুরেন্টে ছেলে ও মেয়ের গায়ে হলুদের ব্যবস্থা। এক পাশে ছেলের আরেক পাসে মেয়ের। অতি উত্তম। যাতায়াত খরচ ও পরিশ্রম এর সাশ্রয়।

তারপর ওই রেস্টুরেন্টে গিয়ে দেখি মহা গ্যাঞ্জাম। যাকে stage সাজানোর জন্য বলা হয়েছিল সে মনে করেছে ছেলের নাম মিতুল আর মেয়ের নাম রুবাইয়াত। আবার সেই লোক কে যেভাবে সাজাতে বলা হয়েছিল সেভাবে সে না করে জগাখিচুড়ি বানিয়ে রাখছে। যাই হোক, দৌড়াদৌড়ি করে এসব ঠিক করা হল। কোন রকমে হলুদের অনুষ্ঠান শেষ করা হল।

গায়ে-হলুদের আনুষ্ঠানিকতা শেষ করতে করতে বেজে গেল রাত প্রায় সওয়া এগারোটা। মেয়ের বাবার ইচ্ছা সে রাতেই বিয়ে রেজিস্ট্রি করাবেন, তাই কী আর করা? বৃষ্টির রাতে কাজী কে ঘুম থেকে ডেকে তুলে আনা হল। বিয়ের রেজিস্ট্রি হবে, এমন সময় কথা নাই বার্তা নাই হঠাৎ electricity চলে গেল। নাহ্‌ লোডশেডিং না, সব বাসায় electricity আছে শুধু তাদের বাসার নাই। অনেক চেষ্টা করেও এর কারণ জানা যাছিল না।

অবশেষে আর কোন উপায় না পেয়ে পাশের বাসার লোকজন কে জাগিয়ে সেখান থেকে connection নিয়ে রেজিস্ট্রি পর্ব সেরে ফেলা হল। এখানে আরেক কাহিনী, এত কিছু করতে গিয়ে ঘড়ির কাঁটা গিয়ে দাঁড়িয়েছে ১১.৫৮ তে। তাহলে বিয়ের তারিখ কবে হবে? আগের দিন, না পরের দিন? অবশেষে আগের দিন ই হবে বলে ঠিক করা হল। অবশেষে বিয়ে পড়ানো হল। তারপর আবার ম্যাজিক।

আবার electricity ঠিক। ঘটনা টা ঠিক বুঝতে পারলাম না আমিও। পরে শুনি, তাদের আই.পি.এস. এর ফিউজ কেটে যাওয়াতেই এই দুঃর্ঘটনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.