আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-৪

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
আজকের এবং সম্ভবত আগামি পর্বে থাকবে শুধুই কার্টুন। খুব সচেতন ভাবেই আমি টম এন্ড জেরী, স্কুবি-ডু, স্পাইডারম্যন এবং সুপারম্যান বাদ দিয়েছি...এই চারটি কার্টুন চিরন্তন....শুধু আমাদের ছোট বেলার নয়..সার্বজনীন ছোটবেলার কার্টুন এই গুলি। থান্ডারক্যাটস আমাদের সময়কার সবচেয়ে জনপ্রিয় কার্টুন ছিল এটি...লায়নও...চিতারা..টাইগ্রা...প‌্যান্থ্যা আর মামরার যুদ্ধ নিয়ে এই কার্টুন ছিল শুক্রবার ভাত খাবার পর নিত্য রুটিন...লায়নওর সোর্ড অব অনার ছিল খুবই জনপ্রিয়..সাথে তার সঙ্গী স্নার্ফ। এই কার্টুনটি এখনও দেখায় কার্টুন নেটওর্য়াকে...ইউটিউবেও বেশ কিছু পর্ব আছে... ভলট্রন জাপানি এই এনিমেটেড কার্টুনটি সেসময় তুমুল জনপ্রিয় ছিল...৫ জন আলাদা আলাদা কার্টুনের হিরো একসাথ হয়ে তৈরি হতো বিশালাকার রোবট ভলট্রন..যে দুষ্টের দমন করে বেড়াতো...এখনকার কমেডি মার্কা এনিমেশন কার্টুন ছিল না এটি.. হংক কং ফুয়ি চমৎকার এই কমেডি কার্টুনে পুলিশ অফিসে জ্যানাটিরের কাজ করা কুকুর হংক কং ফুয়ির থাকে মার্শাল আর্টের ক্ষমতা...তার ফুয়েমোবইল নামক গাড়িতে চড়ে আর কুং ফু এর ম্যানুয়াল সাথে নিয়ে কাজ কারবারে মুল কাজ করতো তার সঙ্গী বিড়াল স্পট। ক্যাপ্টেন কেভম্যান প্রাগৈহাসিক গুহামানব কেভম্যানের বিকট হুংকার, আর নানা রকম ক্ষমতা সাথে তার লাঠির যাদুকরী প্রভাব সব মিলিয়ে জমজমাট কার্টুন ছিল এটি।

কেভম্যানের সাথে সহযোগি ছিল তিন টিনএজ গার্ল। সিলভারহকস মহাকাশের সুপরা হিরো ব্যায়োনিক ৩ মানুষ ও এক এলিয়েনের গল্প নিয়ে ছিল এই দারুন কার্টুনটি। প্রায়শই শিক্ষামূলক কিছু জিনিষ থাকতো কাটূনটিতে...সোলার সিস্টেম, মহাকাশ ইত্যাদি নিয়ে...এই কার্টুনটিতে একটি ঈগল রোবট ছিল, যেটি বেশ জনপ্রিয় ছিল। আজকের পর্ব শেষ করবো প্লাস্টিক ম্যান দিয়ে। যেমন খুশি তেমন হতে পারা প্লাস্টিক ম্যানের মজার কাহিনী নিয়ে কার্টুন ছিল এটি।

নায়ক যে কোন আকার নিতে পারতো..প্লাস্টিকের মত লম্বা হতে পারতো! আগের পর্ব গুলি ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-৩ ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-২ ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-১ ....চলবে...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।