আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোটবেলার রোজা ও ঈদের কেনাকাটা

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ছোটবেলার রোজাগুলো অনেক মজার ছিল। অনেক আগ্রহ নিয়ে রোজা রাখতাম। সমবয়সী কোন আত্মীয় বা বন্ধুদের সাথে প্রতিযোগিতা করে রোজা রাখতাম, গুনে গুনে রোজা রেখে যদি দেখতাম আমার কোন প্রতিদ্বন্দী আমার চেয়ে কম রোজা রেখেছে , তখন আমার খুশী আর দেখে কে । একবারের একটি ঘটনা মনে পড়লে এখনও হাসি পায়, আমি সম্ভবত তখন ক্লাস টু তে পড়তাম।

সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় কাছে ঘনিয়ে আসল, তখন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ইফতারের সময় হওয়ার ৫ মিনিট আগে রোজা ভেঙ্গে ফেলেছিলাম । তখনকার ঈদের কেনাকাটাও অনেক উৎসাহের সাথে করতাম। পরিবারের অন্যান্যদের সাথে গিয়ে কাপড় বা জুতা কিনে এনে সেগুলো বাসায় এনে লুকিয়ে রাখতাম, ঈদের দিনের আগে সেগুলো কাউকে দেখাতাম না, যদি জিনিসগুলো পুরানো হয়ে যায়, এই ভয়ে । এখন সেসব দিনগুলোর কথা চিন্তা করলেই হাসি পায়। এখন আর আগের মত ঈদের কেনাকাটা নিয়ে উচ্ছাস নেই।

কোন ঈদে এখন আর কিছু কিনতেও ইচ্ছা করেনা, ছোটবেলার সেই উন্মাদনাটা এখন আর কিছুই অবশিষ্ট নেই। শৈশবের সেই দিনগুলো আসলে খুব হাস্যকর হলেও খুবই উপভোগ করতাম। এখন মাঝে মাঝে ভাবি, কোথায় হারিয়ে গেল সেই স্বর্ণালী দিননগুলো.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।