আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিরোধের বাস্তবতা

যাহারা মনে করিতেছেন জামাতকে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ করিবেন তাহারা ভুলের স্বর্গে বাস করিতেছেন, জামাত তাহার ধর্মীয় দর্শনকে এমনভাবে শিক্ষিত সমাজে প্রতিষ্ঠা করিয়াছেন যে অনেকেই জানেন না যে তিনি যে ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করিতেছেন তাহা জামাতী ওরফে সালাফি ওরফে ওহাবী মতবাদ, তাহার সহিত যুক্ত হইয়াছে ধনতন্ত্র ও পুঁজিবাদ; বঙ্গসমাজের গ্রামীন লোকাচারের ভিতর দিয়া ইসলামের যে গুরুবাদী বা ভাববাদী মরমী দর্শন সুফি, ফকির ও মোস্তান দ্বারা প্রতিষ্ঠিত হইয়াছে তাহা শিক্ষিত ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীর চিন্তা ও দর্শনচর্চা হইতে অধিক সঙ্গতিসম্পন্ন ও ধর্মনিরপেক্ষ; জামাতকে প্রতিহত করিতে তাহারাই যথেষ্ট, কোনো রাজনৈতিক চাতুর্য ও রাজপথের আন্দোলন দ্বারা তাহা সম্ভব নহে, নিম্নবর্গের সংস্কৃতিবলয়ে যে লোকায়ত ও লোকোত্তর দর্শনের বীজ লুকাইয়া রহিয়াছে প্রয়োজন তাহার পুনরাবিষ্কার ও প্রতিষ্ঠা, আপনা হইতে এই দুষ্টকীট ধ্বংস হইতে থাকিবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.