আমাদের কথা খুঁজে নিন

   

একজন ভোজন কুমার সরকারঃ

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

একজন ভোজন কুমার সরকারঃ মফস্বল সংবাদঃ নামে বেশীর ভাগ দৈনিক পত্রিকায় একটি ফিচার থাকে। সপ্তাহে এক দিন/দুই দিন সেই পাতায় মফস্বলের বিভিন্ন সংবাদ ছাপা হয়-যেগুলো অনেকটাই বাসি সংবাদ। ঐ সংবাদ কেউ খুব একটা গুরুত্ব সহকারে পড়েননা। আমি কয়েকটা কারনে খবরের কাগজের প্রায় সব কিছুই পড়ি। কারন, আমার 'সাময়ীক বাধ্যতা মুলক অবশর' জীবনে সময় কাটানোর একটা ভাল উপাদান-ব্লগে সময় কাটানো এবং খবরের কাগজের সব খুটিনাটি পড়া।

কয়েকদিন আগে একটা দৈনিক কাগজে পড়লাম-পাবনা জেলার ফরিদপুর উপজেলায় উপজেলা সদরের সোনালী ব্যাংকে ২০০ শত লোক বয়স্ক ভাতা নিতে এসে সোনালী ব্যাংকের কর্মকর্তা মিঃ ভোজন কুমার সরকারকে ৫০ টাকা করে দিতে বাধ্য হয়েছেন-কোন প্রতিকার নেই। সংবাদটি পড়ার পর থেকেই বিশয়টা ব্লগে সকলের সাথে শেয়ার করার জন্য কিছু লিখতে মন চাইছিল। বয়স্ক ভাতা প্রধানত তারাই পান-যারা বয়সের ভারে ন্যুজ্জ। কর্ম হীন, আয়হীন এবং সহায় সম্বলহীন। তেমন ২০০ লোক ঐ উপজেলায় বয়স্ক ভাতা পান এক কালীন ২২৫০ টাকা করে।

সরকারী ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের মাধ্যমেই সেই টাকা নির্দিস্ট বয়স্কদের মাঝে বিতরণের নিয়ম। চলতি মাসে ১০ তারিখে সেই টাকা উত্তোলনের জন্য প্রত্যন্ত গ্রামের ২০০ জন বয়স্ক মানুষ তাদের ভাতা তুলতে সোনালী ব্যাংকে যান। লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বয়স্ক জনেরা। টাকা দেয়া শুরু হলো। টিপ-সই দিয়ে টাকা হাতে নিয়ে গুনে দেখেন ২২৫০ টাকা নয়, প্রতি জনকে দেয়া হচ্ছে-২২০০ টাকা করে।

কিন্তু টিপ-সই দিতে হচ্ছে “২২৫০ টাকা বুঝিয়া পাইয়াছি” মর্মে! বয়স্ক ভাতা গৃহীতারা জানতে চাইলেন-কেন ৫০ টাকা কম দেয়া হচ্ছে? সোনালী ব্যাংকের কর্ম কর্তা মিঃ ভোজন কুমার সরকার জানালেন-প্রতি জন দুস্থ্য তাদের ২২৫০ টাকা থেকে মাত্র ৫০ টাকা তাকে দিবেন "চা-পানি" খাবারের জন্য! অসহায় জীণ শীর্ণ বয়স্ক মানুষের প্রতিবাদের ভাষা খুব বেশী দুর্বল। তাই প্রতি জন বয়স্কের কাছ থেকে ৫০ টাকা করে নিয়ে মিঃ ভোজন কুমার সরকার ভোজন করেছেন! এই সংবাদটি প্রেরণকারী সেই মফস্বল সংবাদ দাতাকে অনেক ছালাম এবং ধন্যবাদ জানাই। অভিনন্দন(!) জানাই মিঃ ভোজন কুমারের পিতা-মাতাকে তাঁদের দুরদৃস্টির প্রশংসা করে। কারন তার পিতা-মাতা তাদের সুপুত্রের জন্য এমন একটি অর্থবহ এবং স্বার্থক নাম রেখেছিলেন বলে। অভিনন্দন জানাই মিঃ ভোজন কুমার সরকারকে।

কারন, তিনি তার বাবা-মায়ের দেয়া নাম স্বার্থক করেছেন দুস্থ্য অসহায় বয়স্ক ২০০ জনের কাছ থেকে মাত্র ৫০ টাকা করে নিজের ভোজনের জন্য রেখে দিয়ে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.