আমাদের কথা খুঁজে নিন

   

শতবর্ষ আগের ঢাকার চিত্রকর্ম এবং আমার হাফ সেঞ্চুরী

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

আগের পোস্টটা ছিল শতবর্ষ আগের ঢাকার বেশ কিছু আলোকচিত্র নিয়ে। অনকের কাছেই ভাল লেগেছে। তাই এ ধরনের আরেকটা পোস্ট দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। তবে এবার আলোকচিত্র নয় বরং কিছু চিত্রকর্ম (পেইন্টিং) যা সেসময় আঁকা। এই চিত্র গুলোতে তখনকার ঢাকার অবস্থা এবং মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে। আর একটা কথা- এই পোস্টের মধ্য দিয়ে আমার হাফ সেঞ্চুরী পূর্ণ হল। সমাধীর পাশে কুড়েঘরঃ চার্লস দয়েল ধোলাই খালের উপর ব্রীজ তাঁতী বাজার এবং ধোলাই খালের ব্রীজ সইউফ খান মসজিদ- ১৮১৪ : চার্লস দয়েল বড় কাটরা- ১৮২৩ : চার্লস দয়েল মগবাজার মসজিদ- ১৮০০ : চার্লস দয়েল মসজিদ- ১৮২০ : চার্লস দয়েল হোসেনী দালান-এর কাছে মসজিদ-১৮২৭ : চার্লস দয়েল বড় কাটরার উত্তর গেট : চার্লস দয়েল টঙ্গীর পথে : চার্লস দয়েল পোস্তায় (লালবাগ) প্রীন্স আজীম-উশ-শান এর প্রাসাধের একাংশ মোহাম্মদপুরে সাত গম্ভুজ মসজিদ আরও দেখুনঃ শতবর্ষ আগের ঢাকা কৃতজ্ঞতাঃ এরশাদ আহমেদ (সাবেক সিভিল ইঞ্জিনিয়ার, পি ডব্লিউ ডি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.