আমাদের কথা খুঁজে নিন

   

শতবর্ষ আগের ঢাকা

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে
আমাদের পরিচিত শহর ঢাকা, আমাদের প্রাণের শহর ঢাকা। কিছুদিন আগে রাজধানী হিসেবে ঢাকার ৪০০ বছর পূর্তি পালিত হল। কিন্তু ঢাকা কি মাত্র ৪০০ বছর পুরনো? না, ঢাকা আরও অনেক বেশী পুরনো। যদি তাই হয় তাহলে জানতে ইচ্ছে করে কেমন ছিল দেখতে তখন এই ঢাকা? এই প্রশ্নটা আগেও অনেক বার মনে জেগেছে, কিন্তু খুব একটা ঘাটাঘাটি করা হয়নি। সেদিন হঠাৎ একটা ডেস্ক ক্যালেন্ডারের পাতার একটা ছবির দিকে চোখ গেল।

ছবির নিচে ক্যাপশন দেয়া ছিল- "ঢাকা কলেজ ক্যাম্পাস- ১৮৭২"। দেখে হতবাক হয়ে গেলাম। একে একে উল্টাতে থাকলাম অন্য পাতাগুলো। প্রতি পাতায় একটি করে ছবি দেয়া যার প্রত্যেকটি শতবর্ষ আগের ঢাকার ছবি। যেন মেঘ না চাইতে বৃষ্টি।

এতদিন ধরে তো এমনই কিছু আমি খুঁজছিলাম। ছবিগুলো দেখার পর এধরনের আরও ছবি আছে কিনা তা জানতে নেটে অনেক খোঁজাখুঁজি করে বেশ কিছু ছবি জোগাড় করেছি। পাঠক আপনারাও নেটে ঘাটলে এমন অনেক কিছু পাবেন। তবুও আমি এ পোস্টে ছবিগুলো দিচ্ছি কারন অনেকেই হয়ত ঘাটাঘাটি করার কষ্টটা করতে চাইবেন না। আর একসাথে সবগুলো হয়ত নাও পেতে পারেন।

ছবিগুলো আমাকে মুগ্ধ করেছে। তাই শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আহসান মঞ্জিলের পেছনের নদীর পাড়। ব্রিটিশ সৈন্যরা লর্ড কার্জনের আগমনের অপেক্ষা করছে- ১৯০৫ মিনার হীন আহসান মঞ্জিল- ১৮৮০ ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ আহসান মঞ্জিল- ১৮৮৭-৮৮ মিনার হীন আহসান মঞ্জিল- ১৮৮৮ লালবাগ কেল্লা- ১৮৭২ লালবাগ কেল্লা দক্ষিন-পূর্ব গেট -১৮৭০ লালবাগ কেল্লা -১৮৭০ লালবাগ কেল্লা -১৮৭০ ঢাকার উত্তরে ব্রীজ (এখন নেই) ধোলাই খাল ব্রিটিশ অফিসারদের একটি মেস- ১৯৩৪ পুরানা পল্টন- ১৮৭৫ ঢাকার একটি রাস্তা- ১৮৭২ আর্মেনিয়ান চার্চ- ১৭৮১ ফুলবাড়ীয়া রেল স্টেশনে লর্ড এবং লেডী কার্জনের আগমন- ১৯০৪ ঢাকার উত্তরে আরেকটি ব্রীজ (এখন নেই) বুড়িগঙ্গা নদীর তীর- ১৮৮০ ছোট কাটরা (এখন নেই) চকবাজার মোড় (এখন নাজিমউদ্দিন রোড) - ১৯০৪ চকবাজার -১৮৮৫ আর্মেনিয়ান চার্চ নওয়াবের হরিন পার্ক (বর্তমান রমনা পার্ক)- ১৮৭৫ ঢাকা কলেজ- ১৯০৪ অষ্টাদশ শতকের ঢাকা কলেজ ঢাকার ম্যাপ- ১৮৫০ ঢাকেশ্বরী মন্দির- ১৯০৪ ঢাকেশ্বরী মন্দিরের আসল চেহারা, বার বার সংস্কারের ফলে এটি পরিবর্তিত হয়ে গেছে ইসলামপুর রোড, স্যার ফুলারকে স্বাগত জানানোর জন্য লোকজন অপেক্ষা করছে- ১৯০৫ কর্তলব খান বেগমবাজার মসজিদ (সংস্কারের পূর্বে) কসাইটুলী মসজিদ জমিদার জে পি ওয়াইজ-এর বাসভবন, বর্তমানে বুলবুল ললিতকলা কেন্দ্র মিটফোর্ড হসপিটাল- ১৯০৪ নারিন্দা খ্রিষ্টান গোরস্থান- ১৮৭৫ পরিবারবর্গের সাথে নবাব স্যার সলিমুল্লাহ, আহসান মঞ্জিলের সামনে চাঁদনিঘাটে নাজির নত সিংহ-এর স্মৃতিসৌধ- ১৮৯০ নর্থ বুক হল- ১৯০৪ ঢাকা কলেজ ক্যাম্পাস- ১৮৭২ হাতির পাল- ১৮৮০ ঢাকা - নারায়নগঞ্জ পুরনো রাস্তায় পাগলা ব্রীজ (আংশিক এখনো আছে) পরী বিবির মাজার (লালবাগ কেল্লার ভেতর)- ১৯০৪ রমনা গেট (বর্তমান দোয়েল চত্বর)- ১৯০১ মিটফোর্ড হাসপাতাল (অষ্টাদশ শতকে) নদীর পাড়ে নবাব সলিমুল্লাহ ও তার পর্ষদ কেন্দ্রীয় সচিবালয়ের জন্য নির্মিত ভবন (সামনে রেল লাইন দেখা যাচ্ছে) শাহবাগ গার্ডেন- ১৯০৪ শহীদুল্লাহ হল- ১৯০৮ বড় কাটরা (এখন নেই)- ১৮৭০ সেন্ট থমাস চার্চ- ১৮৭২ ধোলাই খলের উপর স্টিলের ব্রীজ (বর্তমান লোহার পুল)- ১৯০৪ রমনা এলাকা- ১৮৮০ টঙ্গী ব্রীজ (এখন নেই) তুরাগ নদীর উপর টঙ্গী ব্রীজ (বর্তমান বিমান বন্দর - জয়দেবপুর সড়ক)- ১৮৮৫ বিশ শতকের প্রথম দিকের লালবাগের কেল্লা আরও দেখুনঃ শতবর্ষ আগের ঢাকার চিত্রকর্ম এবং আমার হাফ সেঞ্চুরী কৃতজ্ঞতাঃ এরশাদ আহমেদ (সাবেক সিভিল ইঞ্জিনিয়ার, পি ডব্লিউ ডি)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.