আমাদের কথা খুঁজে নিন

   

একজন প্রিয় ব্যক্তিত্ব

ধুমপানে বিষপান
আমি আজ একজন ভাল মানুষের কথা বলতে এসেছি! তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলার ক্ষমতা রাখতেন! তিনি প্রচার বিমুখ এক নিভৃতচারি! সহজ সরল এইসব মানুষদের আমরা মূল্যায়ন করি না বললেই চলি! কারন এদের সুযোগ থাকার পরেও এরা ছলচাতুরী করে মানূষের অধিকার হরন করতে লিপ্ত হয় না! এরা বড় হওয়ার জন্য কোন অন্যায় পথ অবলম্বল করতে জানে না! এরা নিজেদের মহামানব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কখনো কূটকৌশলের আশ্রয় নিতে জানে না! নিজেদের জাতির কান্ডারী হিসাবে দাড় করিয়ে জাতির ঘাড় মটকানোর সুযোগ এরা পেয়েও নেয় না! এরাই দেশের প্রকৃত মহামানব, অন্তত আমার চোখে! সহজ সরল এইরকম কিছু নির্লোভ ভালমানূষ আমাদের ভীষন দরকার। যুগে যুগে এইরকম ভালমানূষগুলো আমাদের দেশে জন্ম নিবে, যারা আমার আপনার মত সূযোগের অভাবে সৎ না হয়ে প্রকৃত অর্থেই সৎ হবেন, এই হোক প্রত্যাশা। হ্যা আমি প্রয়াত পরমানু বিগ্গানী ড. ওয়াজেদ মিয়ার কথাই বলছি! তিনি হতে পারতেন একজন মিষ্টার ১০% জারদারি কিংবা হতে পারতেন কোন এক ভবনের অদৃশ্য হর্তা কর্তা কিংবা দন্ড মূন্ডের কর্তা। কিন্তু না, তিনি ক্ষমতার অনেক কাছে থেকেও রয়ে গেছেন ক্ষমতাহীন একজন সাধারন মানূষ! একজন ভাল মানূষ! পূনষ্চ: ভাল মানূষের মর্যাদা সবাই অবশ্যই রক্ষা করবে কিন্তু প্রচার বিমুখ এই মানূষটাকে আবার খুব বেশি প্রচার করতে যেয়ে যেন অসম্মান করা না হয়, সবার অন্তরে যেন তিনি একজন ভাল মানূষ হয়েই থাকেন!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.