আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আরবি শিখি ২

আমি খুব ভালো ব্লগ লিখি না। আমার দরকারি জিনিষ গুলো যাতে না ভুলে যাই তাই লিখি।

গত পর্বটা না পড়া থাকলে এটা পড়ার আগে গত পর্বটা পড়ে নিলে ভাল হয়। গত পর্বের লিঙ্ক আসুন আরবি শিখি ১ যাই হোক শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم এখন এই চার রকম শব্দের মাঝে اسم সবচেয়ে কঠিন।

তাই আজকে আমরা اسم নিয়ে কাজ করব। اسم চারটা বৈশিষ্ট্য আছে। একটা গাড়ি যেমন চার চাকার উপর দাঁড়ায় থাকে তেমনি اسم চারটা বিষয়ের উপর প্রতিষ্টিত। اسم এর ব্যাপারে একটা মজার ব্যাপার হল আল্লাহ আদম আঃকে اسم শিক্ষা দিয়েছেন। যাই হোক اسم এর চারটি বৈশিষ্ট্য হল।

১) অবস্থা - Status (এই বৈশিষ্ট্যটা একটু জটিল। ) ২) বচন - Number ৩) লিংগ - Gender ৪) প্রকারভেদ - Type আজকে আমরা اسم এর অবস্থা বা Status নিয়ে আলোচনা করব। তিন ধরনের Status আছে। ১) কাজ সম্পাদনকারী বা Doer Status আরবিতে একে বলে রাফঅ رفع ২) বিস্তারিত বা Details Status, আরবিতে একে বলে নাসব نصب ৩) কার্য পরবর্তী বা After Of Status. আরবিতে একে বলে জারর جر কয়েকটা বাক্য দেখা যাক। ১ - আমি অনেক চকোলেট খেতাম ।

২ - আমার দাত ব্যাথা করা শুরু করেছিল। ৩ - আমার ডাক্তার আমাকে রুট ক্যানাল করে দিলেন। এখন এই বাক্য গুলোর মাঝে আমি, আমার আর আমাকে কিন্তু একজন মানুষের দিকে ইঙ্গিত করে । সে হল আমি। কিন্তু তারা একই মানুষের দিকে ইঙ্গিত করলেও একই জিনিষ বুঝায় না।

যেমন যদি বলা হয় আমি দাত ব্যাথা শুরু করেছিল বা আমার অনেক চকোলেট খেতাম, এর কোন অর্থ নেই। Status এই বিষয় নিয়েই আলোচনা করে। এখন ধরা যাক প্রতিটা বাক্য একটা করে গল্প। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন প্রতিটি গল্পে নায়ক কে ? নায়ক সেই ব্যক্তি যে আসলে কিছু করে । প্রথম গল্প ঃ আমি অনেক চকোলেট খেতাম ।

নায়ক কে? "আমি" কারন এখানে আমি হল সেই ব্যক্তি যে চকোলেট খেত। তাহলে প্রথম গল্পের নায়ক হল আমি । দ্বিতীয় গল্প ঃ আমার দাত ব্যাথা করা শুরু করেছিল। এখানে নায়কের ইঙ্গিত কোন শব্দে দেয়া আছে? আমার নাকি দাত ? আচ্ছা এখানে ঘটনা কি হচ্ছে? ব্যাথা করছে । এখন এখানে কার ব্যাথা করছে আমার না আমার দাতের ?দাতের তাহলে এখানে নায়ক হল দাত।

ঠিক একই ভাবে তিন নাম্বার বাক্যে দাতের ডাক্তার হল নায়ক। তাহলে আমদের গল্পের নায়কেরা হল। ১ - আমি অনেক চকোলেট খেতাম । ২ - আমার দাত ব্যাথা করা শুরু করেছিল। ৩ - আমার ডাক্তার আমাকে রুট ক্যানাল করে দিলেন।

আপনারা হয়ত লক্ষ করবেন এতক্ষন আমরা নায়ক বা কাজ সম্পাদনকারী বা Doer Status নিয়ে কথা বললাম। এর আরবী নামটা যেন কি? এর আরবী নাম হল .......................................... রাফঅ رفع । এখন আলোচনা করা যাক বিস্তারিত বা Details Status নিয়ে । যখন কোন বাক্যে কেউ কাজ করে তখন সে হল رفع কিন্তু কিছু বাক্যে আমাদের কিছু বিস্তারিত তথ্য দেয়া থাকে যেমন আমি গতকাল খুবই তারাহুড়ো করে হোটেলে বসে ভাত খেয়েছিলাম। এখানে নায়ক বা رفع কে ? আমি ।

এখন দেখা যাক কি বাড়তি তথ্য আছে। আমি কি খেয়েছি?ভাত; কোথায় খেয়েছি?হোটেলে কিভাবে খেয়েছি?; তাড়াহুড়ো করে; কখন খেয়েছি?গতকালকে। এখানে লক্ষ করুন আমরা সব বিস্তারিত তথ্য পাচ্ছি। মনে রাখবেন এখানে মূলত দুই ধরনের প্রশ্ন। প্রথম ধরনের প্রশ্নে আপনি যে কোন বাক্যে Doer বা رفع খুজে বের করতে পারবেন ।

আর এক ধরনের প্রশ্ন হল বিস্তারিত জানার জন্য প্রশ্ন । এখন আমি যদি জিজ্ঞাসা করি । কে খেয়েছিল?আমি ? এবং অন্যান্য প্রশ্ন গুলো করে আমরা বিস্তারিত জানতে পারি। যাই হোক আজ আমরা اسم এর দুই ধরনের অবস্থা শিখলাম رفع আর نصب । যাবার আগে আপনাদের জন্য কুইজ - ১ - আমি অনেক চকোলেট খেতাম ।

২ - আমার দাত ব্যাথা করা শুরু করেছিল। ৩ - আমার ডাক্তার আমাকে রুট ক্যানাল করে দিলেন। এই বাক্যগুলো থেকে আমরা কি কি বিস্তারিত তথ্য বা نصب পাই। ৪ - "আমি ইন্টারনেটে বসে বিগত ১৫ মিনিট যাবত আরবি ভাষা শিখেছি। " এখানে رفع কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে এবং نصب কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে।

কুইজের উত্তর দিতে হবে কমেন্টে, সঠিক উত্তর জানান হবে কমেন্টে অথবা আগামী পর্বে ইনশাল্লাহ, আগামিতে যাতে আরো কিছু পর্ব করতে পারি সেজন্য দুয়া করবেন, আল্লাহর সাহায্য ছাড়া এটা সম্ভব না। আর ধৈর্য নিয়ে পড়ার জন্য সংখ্য ধন্যবাদ। أنا أحبك في سبيل الله [ এই লিখাটি লেখকের কোন অনুমিত ছাড়াই শেয়ার এবং কপি করা যাবে। ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।