আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদে হরিষ

ফ্রম দ্যা হার্ট অফ ডার্কনেস

মধ্যপ্রাচ্য থেকে দুটো বিপরীতমুখি স্রোতে লাশের সারি ঘরে ফিরছে। পশ্চিমমুখি স্রোত বহন করছে আমেরিকার সৈন্যদের মৃতদেহ আর পুর্বমুখি স্রোতে বাংলাদেশি শ্রমিকদের মৃতদেহ।উভয় ঘটনার মাঝে একটা চরম সাদৃশ্য আছে;তাঁরা উভয়দেশেরই দ্ররিদ্র পরিবারের সন্তান। সেদিন প্রথম আলোর অনলাইন জরিপে নিচের লাইনদুটি ঝুলানো ছিলো "বিদেশে মৃত বাংলাদেশি শ্রমিকরা দ্ররিদ্র বলে তাঁদের বিষয়টি সরকারের নীতিনির্ধারকরা আমলে নিচ্ছেন না৷ এ অভিযোগ সমর্থন করেন কি"? পড়ে হঠাৎ হিন্দী "শোলে" ছবির কথা মনে পড়ে গেলো। কথার তোড়ে ত্যাক্তবিরক্ত হয়ে জয়(অমিতাভ) বাসন্তী(হেমামালিনী)'কে বলছে "বাসন্তী, তোমার নাম কি"? এরপর থেকে প্রথম আলোর রসবোধের তারিফ না করাটা পাপের পর্যায়ে পড়বে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।