আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জাতীয় সংগীত; রবীন্দ্রনাথ ঠাকুর কৃত প্রকৃত সুর ও প্রচলিত সুরের অদ্ভুত বৈষম্য


বাংলাদেশে প্রচলিত বাংলা ক্যালেন্ডার মাফিক আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন (একই ব্যক্তির পরপর ২দিনই জন্মদিবস, কারণ শুধুমাত্র রাষ্ট্রীয় সীমারেখার বৈভব)!!!! তাঁর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। আমাদের জাতীয় সংগীতে ব্যবহৃত সুরটি যে অনেকাংশেই প্রকৃত সুর থেকে ভিন্ন যা রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত, তা মনে হয় আমরা অনেকেই জানি; অনেকে হয়তো জানিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বরলিপি অনুযায়ী এটা আসলে স্বদেশ পর্যায়ের ১ ম গান, যার সুর মুলতঃ বাউল ধর্মী এবং তা বাউল 'গগন হরকরা' র "আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে" র সুর হতে নেয়া। মুল স্বরলিপি অনুযায়ী গাইলে গানটির যে মেজাজ দাঁড়ায় তাতেই গানের বাউল ধর্মী ভাব বোঝা যায়। অপর পক্ষে আমরা জাতীয় সংগীত হিসেবে যেটা গাই তা রেকর্ড করা হয় ১৯৭১ সালে বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সুচিত্রা মিত্রের লেখা স্বরলিপি তে , তাঁর আপন কন্ঠে।

ততদিনে রবি বাবু বেঁচে নেই (তিনি বেঁচে থাকলে তাঁর প্রতিক্রিয়া কি হত, জানতে ইচ্ছে হয়)। এখানে গাইতে গিয়েই অনেক স্থানে পরিবর্তন ঘটেছে। পরিবর্তনের ফলে গানটি আরও শ্রুতিমধুর হয়েছে কি না সে তর্কে যাবনা। সেটা যার যার কানের ব্যাপার। তবে যে সব বিজ্ঞজনেরা এই গানটিকে জাতীয় সংগীত হিসেবে মনোনীত করেছিলেন, তাঁদের কাছে আমার জানতে ইচ্ছা হয়, তাঁরা কি জানতেন না প্রকৃত সুরটি কেমন ছিল? তাঁরা কি স্বরলিপি দেখে সুরটা ঠিক করেন নি? এটা যেনতেন ইস্যু না, একটা জাতীয় সংগীত, যা দেশের সবার মুখে মুখে ফিরবে; সারাজীবন ধরে, তার সুর নির্বাচনের বিষয়ে কি আরও সতর্ক হওয়া দরকার ছিলনা? নাকি এর পেছনে অন্য কিছু আছে যার জবাব তাঁরাই ভাল দিতে পারেন।

শুধু সুর নয়, এক স্থানে কথাও বদলেছে দেখলাম, যেখানে আমরা বলি " ও মা আমার প্রাণে বাজায় বাঁশী", মূল স্বরলিপিতে 'ও মা' র স্থলে রয়েছে 'ও গো') যাঁরা স্বরলিপি দেখে গান তুলতে জানেন তাঁদের জন্য মূল স্বরলিপিটার লিঙ্ক: Click This Link রবি শাহ নামের এক গায়কের কন্ঠে মূল স্বরলিপি অনুসারে (কিছুটা ১৯/২০ আছে) গানটির লিঙ্ক দিলাম। Click This Link এছাড়া প্রখ্যাত অভিনেত্রী ও গনসংগীতশিল্পী রুমা গুহ ঠাকুরতা'র "কোলকাতা ইয়্যুথ কয়ার" এর রেকর্ড টাও শুনতে পারেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.