আমাদের কথা খুঁজে নিন

   

আমার নাবালক ছেলে মারা গেছে, তার বয়স ছিল ৩৫০ বছর ।

দুনিয়া ঐ ব্যক্তিরই থাকার জায়গা যার থাকার কোন জায়গা নেই। আর ঐ ব্যক্তির জন্যই সম্পদ যার জ্ঞান বুদ্ধি নেই।

হযরত মুছা (আঃ) এর সাথে এক বুরি মার দেখা হয়েছে । বুরি মার মন খারাপ দেখে মুছা (আঃ) জানতে চাইল আপনার মন খারাপ কেন ? বুরি মা বলল : আমার নাবালক ছেলে মারা গেছে । তখন মুছা (আঃ) বলল : নাবালক ছেলে মারা গেছে ভাল কথা আল্লাহ তাকে বেহেস্ত নছিব করবেন ।

মুছা (আঃ) বলল : তার বয়স কত ছিল ? বুরি মা বলল : আমার ছেলের বয়স ছিল ৩৫০ বছর । তখন মুছা (আঃ) ভাবল তা হলে বুরি মার বয়স কত । মুছা (আঃ) বুরি মাকে বলল : ৩৫০ বছর নাবালক বলছেন আর এমন এক যুগ আসবে যে যুগের মানুষ মাএ ৭০ বা ৮০ বছর বাচবে । তখন বুরি মা বলল : এই কয়দিন বাচার জন্য কি তারা ঘর বানাবে ? মুছা (আঃ) বলল : সে যুগে এত বড় বড় দালান বানাবে যা কল্পনা করা যাবে না । পাঠকগণ আমরা সেই যুগে বসবাস করছি ।

আর হাজার বছর বাচার জন্য তারা ছোট ঘর ছারা কিছুই বানায়নি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.