আমাদের কথা খুঁজে নিন

   

নাবালক বচন

রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি

সেই ছোট বেলায় মা আদর করে বলতেন আমার ছেলে একদিন অনেক বড় হবে। এই বড় যে আসলে কত বড় তা বুঝে উঠতে পারলামনা, মার কেছে তো এখনও ছোটই রয়ে গেলাম। বাবা বলতেন ছেলে বড় হয়ে ডাক্তার হবে , ডাক্তার আর হতে পারলাম না তাই বোধ হয় আর বড় হতে পারলামনা। বড় ভাই যে সব বই পড়তেন সে গুলো পড়তে গেলেই ভাইয়া বলতো বড় হও তারপর বুঝবে তখন পড়ো। সেই বইগুলো এখন পড়েও বুঝিনা শুধু বুঝি এখনও বড় হইনি আমি।

পাড়ার বড় ভাইরা তাদের প্রেমের চিঠি যখন আমাকে দিয়ে পাঠাত তখন চিঠির ব্যপারে জানতে চাইলে বলতো বড় হও প্রেম কর তখন জানতে পারবে বুঝলাম বড় হতে হলে প্রেমও করতে হয়। কিন্তু প্রেমটা আর করতে পারলাম না বুঝলাম বড় আর হওয়া হলোনা। বাসায় কোন কিছুর জন্য আবদার ধরতাম শুনতে হত বড় হয়ে আয় করে নিজে কিনে নিও। এখনো আয় রোজগারের ব্যবস্থা করতে পারলাম না বড় আর হওয়া হলনা। উচ্চতায় আরও অনেকের চেয়ে বড় হয়েও সত্যিকার বড় হতে গেলে যে কি করতে হয় তার আর করা হলনা।

যদি কোন সত্যিকারের সাবালক থাকেন আমাকে জানাবেন কি করা যায়, কি করলে বড় হওয়া যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.