আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু ডিজিটাল হয়ে গেলো রে! বিসিএস পরীক্ষা ও বাদ গেলো না!

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা ছিলো আজ। রচনার বিষয়বস্তু ছিলঃ DIgital Bangladesh! কী লিখবো? Hints গুলো দেখুন: Meaning and scope of the term Digital (প্রতি এক ঘন্টা পর পর কারেন্টের আসা (১) যাওয়া (০) - এর বাইরে ডিজিটাল শব্দের আর কোন অর্থই তো খুঁজে পেলাম না!) Examples of some digital countries (আমার কোন উদাহরণ জানা নাই, আপনাদের আছে কি?) Commitment(?!) of the government to have a digital Bangladesh (কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম!) অবশেষে, Unemployment of Bangladsesh লিখে দিয়ে এসেছি। তবে, প্রতি ঘরে একজনকে Employed(!) করার সরকারী কমিটমেন্টের কথা মনে করিয়ে দিতে ভুলে গিয়েছি! ওহ! আরেকটা চিঠি এসেছিলো। Write a letter to your friend abroad about the national election held in December, 2008 বিগত ৫০ বছরের ইতিহাসের সবচেয়ে নির্দলীয়, নিরপেক্ষ, কারচুপিহীন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ধন্য নির্বাচন নিয়ে নিরপেক্ষ কিছু লিখতে পারবো না, এই ভয়ে মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের অবগতির জন্য সংবাদপত্র মারফত একটি চিঠি লিখে এলাম! (Write a letter to the Editor of a daily newspaper soliciting action of concerned authorities against rising mosquito menace in your locality)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।