আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সংগ্রাম চলবেই চলবে জনতার সংগ্রাম চলবে...

দুই পায়ে হাঁটি আর চার চোখে স্বপ্ন দেখি। মানুষের জন্য ভালবাসা, মানুষের জন্য! এতো প্রানের দাবী এতো প্রানের সংগ্রাম সফল হবেই হবে। শাহবাগ চত্বর থেকে এই সংগ্রামের আগুন আজ সারা দেশে ছড়িয়ে গেছে। যে যেখানে থেকে পারছে একই দাবী নিয়ে সমাবেশ করছে, এক হচ্ছে। ১৯৭১ এ পাকিস্তানী ও তাদের দোসররা, রাজাকার আল বদররা হত্যাযজ্ঞ চালিয়েছে সারা বাংলাদেশে।

ঘৃনীত কাদের মোল্লা ১৬ ডিসেম্বরের পরেও চালিয়েছে হত্যাযজ্ঞ। শত শত মানুষ হত্যা করেছে কাদের মোল্লা ও তার সহযোগীরা। এই শুকরের বাচ্চা কাদের মোল্লা সহ সকল চিহ্নিত রাজাকারের ফাঁসি চাই, দিতে হবে। আমাদের বাংলাদেশ আজ আরও বেশি সোনার বাংলা থাকতো যদি এইসব ঘৃনীত কুৎসিত পিশাচরা হত্যা না করতো আমাদের দেশের সোনার মানুষদের। শত শত শিক্ষক, ছাত্র, শিল্পী, কবি, বুদ্ধিজীবি, ক্রীড়াবিদ,কৃষক হত্যা করেছে এইসব রাজাকাররা।

বিজয় পাবার পর, এই স্বাধীন বাংলাদেশে হত্যা করা হয়েছে আমাদের সোনার ছেলেদের। জহির রায়হানের মতো কথাশিল্পী-চিত্র নির্মাতাকে গুম করা হয় বিজয়ের প্রায় দেড় মাস পরে, এবং এইসব গুম ও হত্যার নায়ক কাদের মোল্লাদের মতো নরপশুরা। যদি এইসব ঘৃনীত রাজাকারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড না দেওয়া হয় তাহলে ৩০লক্ষ শহীদের ত্যাগকে অপমান করা হবে, লক্ষ লক্ষ মা বোন “ধর্ষন” হওয়াকে মেনে নেওয়া হবে, পঙ্গু মুক্তিযোদ্ধাদের মহান ত্যাগকে অস্বীকার করা হবে। না না না না... আমরা তা হতে দেব না। কোন মিথ্যা আশ্বাসে আমাদের আন্দোলন থামবে না।

আমি জানি যে যুদ্ধ শুরু হয়েছে তা “বিজয়” অর্জনের মাধ্যমেই শেষ হবে। লক্ষ প্রানের দাবী, লক্ষ মানুষের দাবী একটাই- যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী। আমরা তরুণ মুক্তিযোদ্ধারা আমাদের এ দাবী আদায় করবই করব। জামাত ও তাদের সকল প্রতিষ্ঠান কে বর্জন করার মধ্যদিয়েও আমাদের সংগ্রাম চলবে। ধর্ম নিয়ে রাজনীতি আমরা চাইনা।

ঘৃনীত জামাত সহ সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হোক। জাগো... জেগে থাকো সবাই... আজ জেগে উঠার দিন, আজ রেগে উঠার দিন, আজ জেগে থাকার দিন...... আমাদের প্রতিবাদের আগুন হাজারগুন তীব্র হয়ে জ্বলতেই থাকবে। আমাদের পূর্বসূরীদের- মহান মুক্তিযোদ্ধাদের- লাখো মা বোনের ত্যাগের মহিমাকে উজ্জ্বল রাখতে, আমাদের বাংলাদেশকে শত্রুমুক্ত রাখতে, আমাদের মা বোন প্রেয়সী ভাই বন্ধু ও পরবর্তী প্রজন্মকে সুদিন এনে দিতে... এই সংগ্রাম চলবে। আমরা এক হয়ে থাকলে জয় আমাদের হবেই হবে। জয় বাংলা।

জয় বাংলা। জয় বাংলাদেশ। জয় বাংলা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.