আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চাদের জন্য কার্টুন চ্যানেল চাই ।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

বাচ্চারা একবার টিভির সামনে বসলে ধমক না দিয়ে উপায় নেই। পারলে সারাদিন কার্টুন চ্যানেল উপভোগ করবে। তাদের বয়সে আমি ও কার্টুন ভক্ত ছিলাম টম এন্ড জেরী শো সহ নানা ধরনের কার্টুন বিটিবি এর বদৌলতে। কিন্তু তা নিয়ন্ত্রিত ছিল। বিটিবির কল্যানে।

এখন বিদেশী স্যাটেলাইট নির্ভর অনুষ্ঠান এর কারনে বাচ্চারা খুব বেশী অনিয়ন্ত্রীত ভাবে স্যাটেলাইট চ্যানেল ব্যাবহার করছে। তাতে মাথা ব্যাথা চোখের সমস্যা সহ নানা সমস্যায় ভূগতেছে শিশুরা। আমার বাচ্চা ১০ বছরের মাথায় চোখে চশমা পড়তে বাধ্য হয়েছে। আমাদের শিশুতোষ বিনোদনের অভাবের কারনে। আমরা প্রতিনিয়ত ভবিষ্যত প্রজন্ম কে মেধাহীন এবং রোগক্রান্ত করে ফেলছিনা তো ? তাই বিদেশী হিন্দি কার্টুন চ্যানেল বন্ধ করে ।

আমাদের দেশের সময় উপযোগী পড়া শুনার ব্যাঘাত না করে একটি সুন্দর সময়ে কার্টুন প্রচার করা হউক। ইংলিশ অথবা বাংলা কার্টুন চ্যানেল খোলা খুবই জরুরী হয়ে পড়েছে। হিন্দি কার্টুন চ্যানেল আগ্রাসী ভূমিকায় আমাদের বাচ্চাদের মননশীলতায় বেশ আঘাত করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.