আমাদের কথা খুঁজে নিন

   

“হাইকু” ভাবনা - ২

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

“হাইকু” ভাবনা - ২ ১ একটুও স্বস্তি নেই এই মনে, বস্তির ঐ জরাজীর্ণ ঘরে ক্ষুধার আগুন জ্বলে আমাকেও জ্বালিয়ে দিতে পারে নিমিষে। ২ জানালার পর্দাটা একটু টেনে দাও, অমন সুন্দর মুখের ছায়া মনের আয়নায় পড়লে চোখের পর্দাটা এমনিতেই খুলে যায়। ৩ নীল খামে লেখা তোমার চিঠি, ডাকপিওনের হাত ঘুরে যেদিন আমার কাছে এলো আমি তখন এই শহরে ঠিকানাবিহীন। ৪ আমাকে তুমি একদিন পাগল বলেছিলে, নিজেকে পাগল ভেবে একটা পাগলা গারদ খুঁজছিলাম তুমি বললে, “আমার বাড়ী পাবনা”। ৫ রিক্সায় হুড তুলে তুমি যাচ্ছিলে, দুপুরের চড়া রোদে হেঁটে হেঁটে আমি ক্লান্ত হঠাৎ রিক্সা থামিয়ে বললে, “ওঠো”। (৫/৭/৫ শব্দের ফরম্যাটে “হাইকু” লেখার অপচেষ্টা – কৃতজ্ঞতাঃ ইমন জুবায়ের ও জ্বিনের বাদশা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।