আমাদের কথা খুঁজে নিন

   

হাইকু

সাধারণ একজন মানুষ। ১) একটি সত্য এই আপেক্ষিকতার জগতে মিথ্যে হবেনা কখনো মা’গো, ভালোবাসি তোমায়…। ২) বৃষ্টি ধোঁয়া এই বিকেলে আকাশের তেরচা কোনে আবছা রঙধনু। ৩) প্রখর রৌদ্রে পিচঢালা এই পথে আরও জোরে টানো তোমার ত্রিচক্রযান; ঘরে তোমার অন্নহীন স্ত্রীসন্তান। ৪) যতই ক্ষতবিক্ষত করো তবুও ভালোবাসবে এই কবির হৃদয়! ৫) দীঘল কালো চুলগুলো যখন খোঁপা বাঁধ আর ফুল গুজেঁ দাও সেবা’র রানীও হিংসার মরে তখন। ৬) সামনে অন্তহীন পথ নিরাশা আর আশার দোলাচল ভবিতব্য কে বলিতে পারে? ৭) যে ভোরের প্রতীক্ষায় ছিলে তুমি অপেক্ষায় আমিও ছিলাম তারই দুজনের পথ তাই মিলেছে এখানে। ৮) তীব্র হুঁইসেল জানান দেয় রেলগাড়ী ছাড়বে স্টেশন এখনি; আমি ঠায় দাঁড়িয়ে থাকি তাকাই পেছনে…। ৯) আমার সোনালী শৈশব সেই সমস্ত গোলাপ ফোটা রাত্রি দিন কোথায় আজ তারা সব? ১০) বিস্ময়! সূর্যের দিল ছিল একসময় হাতের মুঠোয়! ১১) তপ্তরোদ আর গুমোট গরমে ঘেমে ক্লান্ত শরীর; তবু দুই চুঁড়ি পরা হাত ভাঙে ইট নিরন্তর। ১২) বিকেলের ছায়া দীর্ঘায়িত কালো পিচঢালা পথে নির্জন আমি এই কোলাহলের শহরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।