আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে ভালোবাসা! একই অঙ্গে কতো রূপ!!

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

আজ মনে হয় ভালোবাসা মানে জীবন চালিয়ে নেওয়া ভালোবাসা থেকে হয়নি তো কিছু নিজের মতন পাওয়া। ভালোবাসা আমি তোমাকে কেবল একলা দিয়েই গিয়েছি বিনিময়ে বলো, কখনও সেভাবে কোনওদিন কিছু চেয়েছি? কৈশোরে তুমি মনের আড়ালে আবছা একটা ধারণা আদৌ তোমাকে কোনওদিন আমি পাবো কিনা সেটা জানিনা পোস্টারে সাঁটা দেয়াল জুড়ে, গল্পের বই, ম্যাগাজিন মনে হতো তুমি স্বপ্নপূরীর মায়াবী সোনার হরিণ। ভালোবাসা তুমি ভীষণ আবেগে এসেছিলে একবার? কার প্রতি যেন প্রচন্ড মায়া, বুকভরা হাহাকার! মনে হতো যেন ভালোবাসা মানে পাথর জমানো কষ্ট গলে গলে পড়ে,শতগুণে বাড়ে,একটু হয়না নষ্ট! পেয়েও হারাই, না-চেয়েও পাই এমনই এক দুপুরে উজাড় করে দিয়েছিলাম আমি সবই তোমার 'পরে। তখন ভেবেছি ভালোবাসা মোরে করেছ কতো মহান দিয়েই যাবো, নিবোনা কখনও দানের প্রতিদান। অনেক দুঃখ-বেদনা সয়ে পুষেছি তোমাকে মনে ভুলিনি আমি, ভুলতে পারিনি একপলকের তরে। বুঝেছি সেবার ভালোবাসার, আরেক নাম যাতনা না-চেয়েও কিছু পাওয়ার আশাকে লুকিয়ে রাখার বাসনা। এরপরে ভাবি হারালাম তোকে চিরজনমের মতো। আমি নিঃশেষ দিন গুণে যাই, এ-জীবন আর কতো? কী আসে যায় দুঃখ কি সুখ, কী হবে এসব ভেবে? মরিচীকা তুমি, আসল রূপে দেখা দিয়েছিলে কবে? আজ মনে হয় ভালোবাসা মানে জীবন চালিয়ে নেওয়া ভালোবাসা থেকে হয়নি তো কিছু নিজের মতন পাওয়া। ভালোবাসা আমি তোমাকে কেবল একলা দিয়েই গিয়েছি বিনিময়ে বলো, কখনও সেভাবে কোনওদিন কিছু চেয়েছি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.