আমাদের কথা খুঁজে নিন

   

দেশে এখন বয়ে যাওয়া 'লু' হাওয়া একটি সাময়িক পোষ্ট, অনেক অজানা হাওয়া ষ্টিকি হয়ে আছে আমাদের চারপাশে



অত্যন্ত আনন্দের বিষয় লেখালেখি, সাহিত্য চর্চায় এক ধরনের নতুন হাওয়া লেগেছে। নাম 'ব্লগ'। সাধারন চোখে ব্লগের সবচেয়ে উপকারী দিক, ব্লগে পাতার পর পাতা গল্প, কবিতা, উপন্যাস পড়ে ফেলা যায়। কিন্তু হাওয়া এসে পাতা উল্টে দিতে পারেনা। আবহাওয়ায় আলোচিত বিষয় 'হাওয়া' এখানে অচল।

তা এখন বয়ে চলা 'লু' হাওয়া হলেও না। ২. হাওয়া আমাদের দেশের প্রেক্ষাপটে একটি বহুমাত্রিক শব্দ। একেক জায়গায় এর চেহারা একেক রকম। ধরা যাক, 'গায়ে বা শরীরে' যদি কারো হাওয়া যুক্ত হয় তবে গায়ে হাওয়া লাগানো অর্থ দাঁড়ায় বেকার টাইপের বা অকর্মন্য আচরনে অভ্যস্ত লোক বিশেষ অথবা এই হাওয়া যদি 'যৌবনের' সাথে যুক্ত হয় তাহলে ধরে নিতে হবে প্রেম জাতীয় কিছু হচ্ছে। আবার হাওয়া যদি 'পরিবর্তনের' প্রসঙ্গ আনে তবে বুঝতে হবে অসুস্থতা।

অন্যদিকে এই হাওয়া যদি কোন 'ভবনের' সঙ্গে মিশে তবে অনেক আলোচনা সমালোচনার অর্থ বের হয়ে আসে। মোট কথা, হাওয়ার বৈচিত্রের শেষ নেই। এই হাওয়া 'আদমের' সাথে মিশেছিল বলে আজ আমরা পৃথিবীতে। হাওয়া আছেই। হাওয়া থাকবেই।

আশেপাশে সর্বত্রই হাওয়া। তবে তাই বলে হাওয়ার উপর কেউ ভুলে করেও বিরক্ত হবেননা। সেটা নিশ্চিত বিপদজনক একটি বিষয় হবে। আর যদি খুব বেশি বিরক্তি লাগে হাওয়ার উপর তবে হাওয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে দেখতে পারেন। সাহস আছে? দেখবেন? ৩. এদেশে বাস করতে হলে মূল হাওয়া তো থাকবেই, সঙ্গে নানা ধরনের হাওয়া 'ফেস' করে চলতে হয়।

সেসবের মধ্যে ঝড়ো হাওয়ার চেয়েও ভয়াবহ কিছু উপাদান থাকে। ধরা যাক, আন্দোলনের হাওয়া, এখানে এর চেয়ে বেশি কিছু কি বলার থাকে? মাঝে মাঝে আসা সংলাপের হাওয়া। যা একেক সময় একেক এলাকা থেকে এসে পড়ে। কখনো '৪ নম্বর' কখনো বা '১৪ নম্বর' আবার কখনোবা 'নম্বর প্লেট ছাড়া' কোন এলাকা থেকে। এদিকে আবার ধেয়ে আসা বিভিন্ন হাওয়ায় ভেসে আসা আন্দোলনমূলক কথাই ধরুন।

কী যে হবে তা কে বলতে পারে? স্বপ্ন আর ভাবনার হাওয়ায় উড়াউড়ি করা ছাড়া আর কোন গতি থাকবেনা। ৪. আমাদের রাজনীতি-ই আমাদের যাবতীয় হাওয়ার কারিশমা সৃষ্টি করে। রাজনীতির অবস্থা উতপ্ত, ফলাফল হাওয়া গরম। রাজনীতির অবস্থা ঠান্ডা, ফলাফল শীতল হাওয়া বয়ে যায় চারদিকে। তখন শীতের হাওয়াকেও এতো শীতল মনে হয়না।

রাজনীতির এই হাওয়া যখন ব্যাপক গতি সম্পন্ন হয় তখন ঝড়ো হাওয়া বোধ হয় তার কাছে হার মানতে বাধ্য। এই হাওয়া অনেক কিছুই পাল্টে দেয়। এই হাওয়ার কবলে পড়ে সাধারন মানুষ তো দুরে দেশেরও অবস্থা হয় কেরোসিন। এ হাওয়ার গতিসীমা পরিমাপের কোন যন্ত্রও আবিষ্কার হয়েছে কিনা তাও বলা সম্ভব হচ্ছে না। আর বলা হয়তো সম্ভবও না কারন, বাংলাদেশের এই রাজনৈতিক হাওয়া মাপতে, কোন যন্ত্রও সাহস করবে কিনা তা হয়তো একমাত্র সময়ই বলে দিতে পারে।

রাজনৈতিক হাওয়ার পাশাপাশি আমাদের বাজারের যে উতল হাওয়া আমাদের গায়ে এসে আছড়ে পড়ে তা সামলানোও যে কি ঝক্কির কাজ তাতো সবারই জানা। জিনিসপত্রের দামের যে হাওয়া বয় বাজার জুড়ে তাতে আমাদের মতো আমজনতার কথা না হয় বাদ-ই দিলাম, রাজতন্ত্র চলা বিশ্বের যেকোন দেশের রাজাও যদি বাজার করে নিতে আসে তাহলে নিশ্চিত, তিনি রাণীর কাছে লজ্জায় পড়তে বাধ্য। যে বিশাল টাকা নিয়ে তিনি বাজারে আসবেন আর তার বিনিময়ে যে অল্প কিছু পরিমান বাজার নিয়ে ফেরত যাবেন তাতে তার দীর্ঘ রাজকীয় কেনাকাটার ইতিহাসে কালো দাগ পড়া নিশ্চিত। তাই বাজারের এই হাওয়া এখন রাজার জন্যও কোন সুখপ্রদ কিছু না। ৪. নানা ধরনের হাওয়ার বাটে পড়ে আমাদেরই হাওয়া বের হয়ে যাওয়ার যোগাড়।

যেখানে হাওয়ার মাঝে আমাদের পা ঝুলিয়ে বসে প্রশান্তি নেয়ার কথা সেখানে হাওয়ায় আমাদের অবস্থা বেহাল। হাওয়া ছাড়া পৃথিবী অচল প্রায়, সেখানে আমরা হাওয়ায় হাওয়ায় অস্থির। কবে যে জীবনের হাওয়া মানে শেষ নিঃশ্বাস হাওয়া হয়ে যাবে কে জানে? তাই হাওয়া নিয়ে কথা না বাড়িয়ে একটা গল্প বলে লেখাটা শেষ করি, এক জোড়া স্বামী স্ত্রী। কার মনের হাওয়া যে কেমন তা তারা দীর্ঘ দাম্পত্য জীবনে কেউ বোঝেনি। তাই স্বামীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহুর্তে স্ত্রীকে ছাড়া সবাইকে বেড়িয়ে যেতে বললেন।

স্ত্রীকে একা পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে বললেন, আমি আমার পুরো জীবনে তোমার সাথে শুধু সৎ থাকার অভিনয় করেছি মাত্র। আমি প্রতারক, আমি ভন্ড। যতদিন আমি অফিসের বাইরে থেকেছি ততদিন অন্যত্র রাত কাটিয়েছি। অন্য নারীর সঙ্গে থেকেছি। মদ পান করেছি ...।

তুমি আমাকে মা করো। আমি তোমাকে না জানিয়ে অনেক পাপ করেছি। অনেক অনেক ... কথাগুলো শুনে দারুন আবেগে স্ত্রী তার মৃত্যু পথযাত্রী স্বামীর হাত ধরে বলল, তুমি খামোখা কষ্ট পাচ্ছো। আমি কি তোমাকে এমনি না জেনেই বিষ খাইয়েছি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.